Thursday, August 21, 2025

পাগড়ির অপমান বরদাস্ত নয়, শুভেন্দু-সহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: রাজ্যপালকে স্মারকলিপি শিখদের

Date:

পাগড়ির অপমান শিখ সম্প্রদায় কখনই বরদাস্ত করবে না। শুভেন্দু অধিকারী (Shubhandu Adhikari)-সহ দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ পদক্ষেপ করতে হবে। বৃহস্পতিবার, রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) দেখা করে এই দাবি জানালেন কলকাতার (Kolkata) ৫টি গুরুদ্বারার প্রতিনিধিরা। রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকের পর বেরিয়ে এই কথা জানান তাঁরা। এই বিষয়ে রাজ্যবালের কাছে একটি স্মারকলিপিও জমা দেন তাঁরা।

মঙ্গলবার, সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়ে মাথায় পাগড়ি বাঁধা IPS অফিসারকে খালিস্তানি বলে দাগিয়ে দেন বিধায়ক শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতারা। এর বিরুদ্ধে গর্জ ওঠে শিখ সম্প্রদায়। ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার (Supratim Sarkar) জানান, এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন তাঁরা। ওই দিন থেকেই বিজেপি সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন শিখ সম্প্রদায়ের মানুষ। এদিন, রাজভবনে গিয়ে আনন্দ বোসের সঙ্গে দেখা করে গুরমীত সিং-সহ শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা।

বৈঠক সেরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, তাঁরা জানান, আগে পাগড়ি শুধু রাজা-মহারাজারাই পরতেন। শিখদের দশম গুরু গোবিন্দ সিং তাঁদের এই পাগড়ি বাঁধার অধিকার দেন। পাগড়ির অপমান শিখ সম্প্রদায় কখন বরদাস্ত করবে না। যেভাবে শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা একজন পাগড়ি বাঁধা শিখ সম্প্রদায়ের পুলিশ অফিসারকে অপমান করেছেন, তীব্র প্রতিবাদ করেন। রাজ্যপালের কাছে শিখ সম্প্রদায়ের প্রতিনিধিদের দাবি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

রাজ্যপাল এই ঘটনার নিন্দা করেন। জানান, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। তিনি এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠাবেন। একই সঙ্গে শিখেদের সম্পর্কে তিনি কী ভাবেন, তা নিজের লেটারপ্যাডে সই করে লিখে দিয়েছেন আনন্দ বোস (CV Ananda Bose)। সেখানে রবীন্দ্রনাথের কবিতার পংক্তি উল্লেখ করে তিনি লেখেন, দেশের উন্নয়নে শিখদের অবদান রয়েছে। সীমান্তে প্রহরা দেন তাঁরা। তাঁরা আমাদের অন্নদাতা। ভগৎ সিংয়ের কথা উল্লেখ করে রাজ্যভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে গাছ লাগানোর কথাও জানান রাজ্যপাল।

তবে, শুভেন্দু-সহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁরা বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেনের সামনে বিক্ষোভ প্রদর্শন চালিয়ে যাবেন বলেও জানান প্রতিনিধিরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version