Thursday, November 6, 2025

“দলবদলু মাস্টার প্লান নিয়ে কিছু না করলেও মুখ্যমন্ত্রী করবেন”: ঘাটালে শুভেন্দুকে আক্রমণ পার্থর

Date:

দাসপুরে (Daspur) খালের উপর নতুন ব্রিজ (Bridge) তৈরির দাবি স্থানীয়দের দীর্ঘদিনের। আর সেই স্বপ্নই এবার বাস্তবায়িত হল। বৃহস্পতিবার সকালে ঘাটালের (Ghatal) দাসপুরে খালের উপর তৈরি নতুন ব্রিজের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhoumik)। এদিন সকালে ঘাটালে সেচ দফতরের বাংলোয় প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকের পরই আধিকারিক ও জনপ্রতিনিধিদের দাসপুরে পৌঁছে যান তিনি।

তবে এদিন ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) না হওয়া নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suveendu Adhikari) সরাসরি আক্রমণ করে মন্ত্রী বলেন, ‘মেদিনীপুরের ভূমিপুত্র দলবদলু মাস্টার প্লান নিয়ে কিছু না করলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা করবেন।’ এছাড়াও সন্দেশখালি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সেচমন্ত্রী। পার্থ ভৌমিক মনে করিয়ে দেন, মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন কেন্দ্র না করলেও রাজ্য ঘাটাল মাস্টার প্লান রূপায়ন করবেই।

এদিন দাসপুরের এক নম্বর ব্লকের জগন্নাথবাটি গ্রামে সেচ খালের উপর তৈরি হয়েছে একটি কংক্রীটের ব্রিজ, সেই ব্রীজ পরিদর্শন করেন সেচমন্ত্রী‌। সঙ্গে ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র সহ প্রশাসনিক আধিকারিকারা। তবে এদিন মন্ত্রীকে কাছে পেয়ে দাসপুরের কলমিজোড় এলাকায় একটি অ্যানিকেট বাঁধের দাবি জানান স্থানীয়রা। তাঁরা জানান, প্রতিবছর নদীতে বোরো বাঁধ দিয়ে চাষের জন্য সেচের কাজ করা হয়। আর সেকারণেই পুরো এলাকা জলে ভেসে যাওয়ার উপক্রম হয়।

 

 

 

 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version