Saturday, November 22, 2025

কৃষক বিক্ষোভের সমর্থনকারীদের এক্স হ্যান্ডেল ব্লকের নির্দেশ মোদি সরকারের!

Date:

কৃষকদের আন্দোলন রুখতে ইতিমধ্যেই দাঁত-নখ বের করেছে কেন্দ্রের মোদি সরকার। তবে শুধু এইটুকুতেই আটকে নেই মোদি শাহরা। এই আন্দোলনকারীদের সমর্থকদের আটকাতেও তৎপর সরকার। সেই তথ্যই প্রকাশ্যে আনল এলন মাস্কের সংস্থা এক্স। এই সংস্থার তরফে দাবি করা হয়েছে, কৃষকদের সমর্থনকারী এমন একাধিক অ্যাকাউন্ট এবং পোস্ট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে জরিমানার পাশাপাশি কর্মীদের গ্রেফতার করা হতে পারে বলে জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই মোদি সরকারের এহেন হুঁশিয়ারি প্রকাশ্যে আসার পর বিতর্ক তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সকালে এক্স-এর অফিশিয়াল অ্যাকাউন্টে এপ্রসঙ্গে জানানো হয়, ভারত সরকারের ব্লকিং গাইডলাইন মেনে চলার নিয়ম অনুযায়ী সরকারের এই নতুন নির্দেশ মানতে তাঁরা অসম্মত। একইসঙ্গে জানানো হয়, “আইনি সীমাবদ্ধতার কারণে, আমরা সরকারি আদেশগুলি প্রকাশ করতে অক্ষম, তবে আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতার জন্য সেগুলি সর্বজনীন করা প্রয়োজন।” মানুষের মত প্রকাশের বিরুদ্ধে এহেন পদক্ষেপ স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরোধিতা করা হয় টুইটারের তরফে। জানা যাচ্ছে, সরকারের নতুন নির্দেশে উল্লিখিত অ্যাকাউন্টগুলির বেশিরভাগই চলমান কৃষকদের বিক্ষোভের সমর্থনে টুইট করছে। এই মাসের শুরুতে, স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম – ফেসবুক, এক্স এবং ইনস্টাগ্রামে শত শত অ্যাকাউন্ট এবং লিঙ্কগুলি ব্লক করার নির্দেশ দিয়েছিল।

এক্স তাদের হ্যান্ডেলে বলেছে, “আদেশ মেনে, আমরা একমাত্র ভারতেই এই অ্যাকাউন্ট এবং পোস্টগুলি বন্ধ রাখব। তবে আমরা এই কার্যকলাপের সঙ্গে সহমত নই এবং মত প্রকাশের স্বাধীনতা এই পোস্টগুলিতে বিরোধিতা উচিত নয়।” কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের একজন সিনিয়র আধিকারিক বলেন, সরকার এক্স-এর বিবৃতি পর্যালোচনা করছে এবং শীঘ্রই এর প্রতিক্রিয়া জানাবে। এক্স বলেছে, তারা এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের একটি নোটিশ পাঠিয়েছে যাদের অ্যাকাউন্ট সরকারের আদেশের কারণে প্রভাবিত হয়েছে, যাতে বলা হয়েছে, “আমাদের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ, ভারত সরকারের ব্লকিং আদেশকে চ্যালেঞ্জ করে একটি রিট আপিল আদালতে মুলতুবি রয়েছে। আমরা আমাদের নীতিমালা অনুযায়ী প্রভাবিত ব্যবহারকারীদের এই ক্রিয়াকলাপের নোটিশ দিয়েছি।”

Related articles

ট্রাম্প কী ফ্যাসিস্ট? ট্রাম্পের সামনেই উত্তর দিয়ে ফেললেন মামদানি!

মামদানি ক্ষমতায় এলে সম্পূর্ণ সামাজিক ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়া শহরে বাস করতে হবে। নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচন প্রক্রিয়া...

SIR-এ কাজের চাপ: এবার আত্মহত্যায় বাধ্য হলেন মোদির রাজ্যের BLO!

বাংলায় বারবার ইনিউমারেশন ফর্ম বিলি থেকে ডিজিটাইজেশনের কাজ নিয়ে চাপের অভিযোগ করেছেন বুথ লেভেল অফিসাররা। আত্মহত্যার উদাহরণও রয়েছে...

শহর থেকে জেলা, একাধিক জেলায় আগুনে পুড়ে ছাই ব্যবসায়িক প্রতিষ্ঠান

শুক্রবার রাতে রাজ্যের একাধিক জেলায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো। সবথেকে বড় আগুন লাগার ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরে...

নির্বাচন কমিশনের প্রবল চাপ: রাজ্যের ফের আত্মঘাতী মহিলা বিএলও

রাজ্যে ফের আত্মঘাতী বিএলও। আবার দায়ী নির্বাচন কমিশন। শুক্রবার নতুন করে বিএলও-দের ডিজিটাইজেশনের কাজ করার সময়সীমা কমিয়ে দেওয়ার...
Exit mobile version