Thursday, August 21, 2025

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের তলব করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি আগামী ২৬ ফেব্রুয়ারি তাকে দিল্লির ইডির সদর দফতরে হাজিরা দিতে বলেছে। প্রসঙ্গত, এই মামলাতেই এর আগে মোট ছ’বার কেজরিওয়ালকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি একবরাও হাজিরা দেননি। এই আবহে নতুন করে দিল্লির মুখ্যমন্ত্রী-কে নিয়ে আশঙ্কাপ্রকাশ করল আম আদমি পার্টি। যে কোনওদিন কেজিরওয়ালকে হেফাজতে নেওয়া হতে পারে বলে আশঙ্কা করছে দল।

এই বিষয়ে শুক্রবার আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে আগামী ২-৩ দিনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে। প্রশ্ন হল, কেন্দ্রীয় সরকার এত তাড়াহুড়ো করছে কেন? এমনকি বিজেপির লোকজনও আমাদের বলছেন যে যদি কংগ্রেসের সঙ্গে জোট তৈরি হয়, অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ঢোকানো হোক এবং আমরা যদি তাঁকে বাইরে দেখতে চাই তবে একটাই উপায় আছে- অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের অংশ হবেন না।’

ওই নেতা আরও দাবি করেন, এটা স্পষ্ট যে বিজেপি খুবই নার্ভাস। তারা মনে করে, আপ ও কংগ্রেস একজোট হলে, যেখানেই জোট হোক, যে রাজ্যেই হোক না কেন, বিজেপির পক্ষে সরকার গঠন করা কঠিন হবে।আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে ইডির র‍্যাডারে কেজরিওয়াল। এর আগে ছ’বার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করা হয়েছে। কখনও মধ্যপ্রদেশের বিধানসভা ভোটের প্রচারে ব্যস্তার কথা জানিয়ে হাজিরা এড়িয়েছেন। তো কখনও ১০ দিনের উপাসনায় যোগ দেওয়ার কথা জানিয়ে সমন এড়িয়ে গিয়েছেন।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version