Wednesday, December 17, 2025

বোর্ডের নির্দেশ অমান্য, ঈশান কিষাণ, শ্রেয়সকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই : সুত্র

Date:

ঈশান কিষাণ, শ্রেয়স আইয়রকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সুত্রের খবর, বারবার তাদের বলা হচ্ছে রঞ্জিট্রফির ম্যাচ খেলতে, তবে বোর্ডের নির্দেশে কর্ণপাত করছেন না ভারতের এই দুই ক্রিকেটার। আর তাই ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়রকে নিয়ে চরম সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। সুত্রের খবর, ঈশান এবং শ্রেয়স দুই তারকাকেই কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে বাতিল করার পথে হাঁটছে বোর্ড। এমনটাই বলা হচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে।

জানা যাচ্ছে, কয়েক দিনের মধ্যেই বোর্ডের তরফে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা জানিয়ে দেওয়া হবে। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি নাকি ইতিমধ্যেই নামের তালিকা চূড়ান্ত করে ফেলেছেন। আর সেই তালিকায় নাকি নাম নেই ঈশান-শ্রেয়সের। গত সিজনে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণকে যথাক্রমে বোর্ডের বি এবং সি ক্যাটাগরিতে রাখা হয়েছিল।

টিম ম্যানেজমেন্টের তরফে বারবার বলা হয়েছে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার কথা। বোর্ডের সচিব জয় শাহ শীর্ষস্থানীয় সমস্ত ক্রিকেটারদের ইমেল মারফত জানিয়ে দিয়েছেন, টিম ইন্ডিয়া সেট আপে না থাকলে সমস্ত ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতেই হবে। চোট এবং রিহ্যাব সংক্রান্ত ইস্যু থাকলে অবশ্য আলাদা কথা। তবে বোর্ডের এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছেন ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়র। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ব্যক্তিগত কারণে দল ছেড়ে দেশে ফিরে এসেছিলেন ঈশান। কোচ রাহুল দ্রাবিড় ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার কথা জানান তারকাকে। তবে চলতি রঞ্জিতে ঝাড়খণ্ডের হয়ে একটি ম্যাচেও খেলেননি তারকা উইকেটকিপার ব্যাটার। টেকনিক উন্নতি করার কারণ দেখিয়ে ঈশান রয়েছেন বরোদায়। অন্যদিকে, শ্রেয়স আইয়ার আবার পিঠের সমস্যার অজুহাত দিয়েছেন। শ্রেয়স আবার অসামের বিরুদ্ধে মুম্বইয়ের শেষ রঞ্জি ট্রফি লিগের ম্যাচে অনুপস্থিত ছিলেন। শ্রেয়স মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দেন, তাঁর পিঠে সমস্যার কারণে কোয়ার্টার ফাইনালে বরোদার বিপক্ষে খেলতে পারবেন না। এরপরে শ্রেয়স বিপদে পড়ে যান। এনসিএ-র মেডিক্যাল দলের প্রধান নীতিন প্যাটেল সরাসরি মুম্বই ক্রিকেট সংস্থাকে ইমেল-এ লিখে দেন, শ্রেয়সের চোটের কোনও সমস্যা নেই। আর এরপরই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে যায় তাহলে কি আইপিএলে খেলার জন্য নিজেকে বাঁচিয়ে রাখছেন তারকা।

আর এই কারণেই নাকি দুই তরুণ ক্রিকেটারকে নিয়ে বিরক্ত বিসিসিআই। তারা নাকি ঠিক করে নিয়েছে, শ্রেয়স-ঈশানকে আর কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে না। নতুন পারফর্মারদের নেওয়া হবে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ গত সপ্তাহে কেন্দ্রীয় ভাবে চুক্তিবদ্ধ এবং ভারতীয় ‘এ’ ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছিলেন যে, চলতি রঞ্জিট্রফিতে অংশ না নেওয়াটা সহ্য করা হবে না এবং প্রধান নির্বাচক অজিত আগরকারকে ‘এ বিষয়ে ফ্রি হ্যান্ড’ দেওয়া হবে। এখন দেখার এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- আকাশের পারফরম্যান্সে উচ্ছ্বসিত লক্ষ্মী, কী বললেন তিনি?

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version