Sunday, November 2, 2025

আন্দোলনে প্রাণ গেল আরও এক কৃষকের, মৃত ২ পুলিশকর্মী! রক্তাক্ত কৃষক আন্দোলন

Date:

পাঞ্জাব ও হরিয়ানা সীমানায় কৃষক আন্দোলনে চলাকালীন আরও এক কৃষকের মৃত্যু। প্রাণ হারালেন ৬২ বছর বয়সী কৃষক দর্শন সিং। শুক্রবার বিক্ষোভ চলাকালীন অসুস্থবোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই কৃষকের। সবমিলিয়ে এই কৃষক আন্দোলনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ কৃষকের। তবে শুধু কৃষক নয় রক্ত ঝরেছে পুলিশ কর্মীদেরও।

হরিয়ানা পুলিশের তরফে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে অম্বালায় আন্দোলনকারীদের পুলিশ বাধা দিলে কৃষকদের সঙ্গে রীতিমতো সংঘর্ষ শুরু হয় পুলিশের। তখনই মৃত্যু হয় ২ পুলিশকর্মীর। পাশাপাশি আহত হয়েছেন আরও ৩০ পুলিশকর্মী। পুলিশের দাবি, আন্দোলনকারীরা জোর করে দিল্লিতে ঢোকার চেষ্টা করায় উত্তেজনা ছড়ায়। তাঁদের থামাতে গেলে শুরু হয় সংঘর্ষ। যার জেরেই ২ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। এদিকে কৃষক আন্দোলন রুখতে আরও কড়া হাতে মাঠে নেমেছে প্রশাসন। হরিয়ানা সরকারের তরফে বিক্ষোভকারী কৃষকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিক্ষোভের নামে কোনওরকম সরকারি সম্পত্তি নষ্ট করলে কৃষকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তবে সরকারের হুঁশিয়ারির পরও আন্দোলনে অটল কৃষকরা।

এদিকে লাগাতার বিক্ষোভ আন্দোলনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ কৃষকের। এর আগে বুধবার ২৪ বছর বয়সি এক কৃষকের মৃত্যু হয় শম্ভু সীমানায়। গত রবিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল বছর সত্তরের আরেক কৃষকের। তার আগে ১৬ ফেব্রুয়ারি ৭৮ বছরের জ্ঞান সিং প্রয়াত হন বিক্ষোভের মাঝে। এর মধ্যে মৃত্যু হয় আরও এক কৃষকের।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version