Thursday, August 21, 2025

অর্ধশতাব্দী পেরিয়ে ফের চাঁদ মামাকে স্পর্শ করল আমেরিকা (US Spacecraft Odysseus lands on the Moon)। ১৯৭২ সালে অ্যাপোলো অভিযান বাতিল হয়ে যাওয়ার পর ২০১৪ এর ২৩ ফেব্রুয়ারি ইতিহাস লিখল ‘ওডিসিয়াস’ (Odysseus)। ভারতের পরে আমেরিকাও চাঁদের দক্ষিণ মেরুতেই সফল অবতরণ করল।এই প্রথম কোনও বেসরকারি সংস্থার তৈরি মহাকাশযান পৌঁছল চাঁদে।

মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটি স্পর্শ করার পর থেকেই বারবার প্রতিবেশী উপগ্রহের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। বিতর্ক এড়িয়ে একাধিক মহাকাশ মিশনে চাঁদেই স্পেসশিপ অবতরণের চেষ্টা চলেছে। কিন্তু ১৯৭২ সালের পর থেমে গিয়েছিল আমেরিকার চন্দ্রাভিযান। যাদের কক্ষপথে গেলেও চাঁদের বুকে মহাকাশযান নামানোর চেষ্টা করেনি নাসা। ৫০ বছর পর ফের চাঁদ স্পর্শ করল এই পশ্চিমের এই দেশ। বেসরকারি সংস্থার তৈরি মহাকাশযান অবতরণ করিয়ে ইতিহাসও তৈরি করল আমেরিকা। ‘ইনটুইটিভ মেশিনস’ দ্বারা তৈরি ওডিসিয়াস সফলভাবে ল্যান্ড করার পর সংস্থার সিইও স্টিভ অলটেমাস বলেন, “আমরা এখন চন্দ্রপৃষ্ঠে এবং সেখান থেকে তথ্য পাঠাচ্ছি। চাঁদে আপনাদের স্বাগত।” ল্যান্ডারটি ঠিক কী অবস্থায় আছে, তা এখনও বিশদে জানায়নি সংস্থাটি। তবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে মালাপের্ট নামে এক খাতের কাছে নেমেছে মহাকাশযান, তা নিশ্চিত করা গেছে। গত ১৫ ফেব্রুয়ারি কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের স্পেসএক্স সংস্থার তৈরি ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চাঁদের দেশে রওনা দিয়েছিল ‘ওডিসিয়াস’। মাত্র ৮ দিনে গন্তব্যে পৌঁছে গেছে মহাকাশযান। অ্যাপোলো অভিযানের রুট ধরেই এসেছে এই সাফল্য। অবতরণের কয়েক মুহূর্ত আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও ফের সংকেত মিলেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। যদিও ওডিসিয়াস এরপর কোন কোন কাজ করবে সেই সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ্যে আনা হয়নি।


Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...
Exit mobile version