Wednesday, August 20, 2025

ভারতের প্রথম মহিলা পিচ কিউরেটর হিসাবে ইতিহাস তৈরি করলেন জসিন্থা কল্যাণ

Date:

মেয়েদের প্রিমিয়ার লিগের পিচ তৈরির দায়িত্বে রয়েছেন এক মহিলাই। আশ্চর্য শোনালেও এটাই সত্যি। এই গুরু দায়িত্ব সামলাচ্ছেন ভারতের প্রথম মহিলা কিউরেটর জসিন্থা কল্যাণ।কর্নাটক ক্রিকেট সংস্থার রিসেপশনিস্ট হিসেবে শুরু করেছিলেন কর্ম জীবন। ক্রিকেট মাঠে পা রেখেছিলেন ঠিকই, কিন্তু ক্রিকেটের প্রতি শুরুতে খুব একটা আগ্রহ ছিল না। ধীরে ধীরে পিচ, মাঠ সম্পর্কে তাঁর আগ্রহ বাড়তে শুরু করে। কিউরেটর হিসেবে বোর্ডের যে পরীক্ষা হয়, সেখানে বসেন এবং কৃতকার্যও হন। কেএসসিএ-তেই তাঁর পুরুষ সহকর্মীদের কাছ থেকেই শিখতে শুরু করেন পিচ তৈরির কলাকৌশল। ধীরে ধীরে নেমে পড়েন নিজেই। সেখান থেকেই আজ চিন্নাস্বামীর মুখ হয়ে উঠেছেন জসিন্থা।

আর কয়েক ঘণ্টা পর মেয়েদের আইপিএল শুরু হতে চলেছে। শাহরুখ খান থেকে শুরু করে বলিউডের তারকারা উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। তার পরই মেয়েরা নেমে পড়বেন মাঠে। যে বাইশ গজ মাতাবেন তাঁরা, সেই পিচ তৈরি করে ভারতীয় ক্রিকেটে ইতিহাস তৈরি করেছেন এই জসিন্থা কল্যাণ।
মেয়েদের লিগ শুরুর ঠিক আগেই জসিন্থা বলেছেন, আমি খুব ভালো করে জানতাম, এই জগতে পুরুষরাই কাজ করে। সেখানে ঢুকে পড়লে আমাকে নিয়ে নানা মন্তব্য আসতে পারে, তাও জানতাম। সে সবে নজর দিইনি। বরং চেষ্টা করেছি ক্রিকেটের ক্ষেত্রে যাতে আমি কিছু অবদান রাখতে পারি। প্লেয়ারদের কথা মাথায় রেখে মাঠ ও পিচ তৈরির দিকেই ফোকাস করেছি।স্বামী কল্যাণ কুমার কিন্তু স্ত্রীর এই সাফল্য উচ্ছ্বসিত। ছেলে শরথ কল্যাণ মাকে এই ভূমিকায় দেখে গর্বিত।
জাসিন্থা কল্যাণ বলছেন, আমার স্বামী আমার দায়বদ্ধতা সম্পর্কে বরাবরই ওয়াকিবহাল। তবে আমি নিজেও জানতাম না, একদিন পিচ কিউরেটর হব। ভারতের মতো ক্রিকেট খেলিয়ে দেশের প্রথম মহিলা কিউরেটর হিসাবেএকটা মাইলস্টোন আমি ছুঁয়েছি। ইতিহাস তৈরি করেও নিজের কাজের প্রতি অবিচল এই মহিলা কিউরেটর।

 

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version