Tuesday, November 18, 2025

আগামিকাল মোহনবাগানের সামনে ওড়িশা, শীর্ষস্থান নজর বাগান কোচের

Date:

আগামিকাল আইএসএলের পরবর্তী ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ ওড়িশা এফসি। জয়ের হ্যাটট্রিক করে আইএসএলের পয়েন্ট টেবলে শীর্ষে থাকা সার্জিও লোবেরার ওড়িশা এফসি-র মুখোমুখি হচ্ছে মোহনবাগান। শনিবারের দ্বৈরথ দিমিত্রি পেত্রাতোসদের কাছে লিগ শীর্ষে ওঠার ম্যাচ। ওড়িশার মাঠে গিয়ে রয় কৃষ্ণাদের থামানোর চ্যালেঞ্জ সবুজ-মেরুনের। ওড়িশার ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে মোহনবাগানের পয়েন্ট ২৯। শুক্রবার সকালে যুবভারতীতে অনুশীলন করে দুপুরের বিমানে ভুবনেশ্বর রওনা হবে আন্তোনিও লোপেজ হাবাসের দল।

মোহনবাগানের কাঁটা হতে পারেন তাদের প্রাক্তনী ফিজির গোলমেশিন। কৃষ্ণা রয়েছেনও ছন্দে। চলতি আইএসএলে খনও পর্যন্ত ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতা। হাবাসের পুরনো ছাত্র। কৃষ্ণাকে তাঁর চেয়ে ভাল আর কে জানেন! ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে হাবাসের কাছে জানতে চাওয়া হয়, কৃষ্ণাকে থামানোর জন্য কি বিশেষ পরিকল্পনা থাকছে তাঁর? দুর্দান্ত ট্যাকটিসিয়ান স্প্যানিশ কোচ একটু মজা করেই প্রথমে বললেন, ‘‘সব থেকে ভাল হয় রয়কে ফোন করে বলে দিতে পারি, তুমি আমাদের বিরুদ্ধে ম্যাচটা খেলো না।’’ এরপরই যোগ করেন, ‘‘ফুটবল টিম গেম। এখানে কোনও একজনকে নিয়ে ভাবলে চলে না। কৃষ্ণা ভাল খেলোয়াড়। তবে ওর জন্য কোনও বিশেষ পরিকল্পনা থাকছে না। ওড়িশা দলকে নিয়েই রণনীতি সাজানো হবে।’’

বাগানে স্বস্তির খবর, অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল সম্পূর্ণ ফিট। দলের সঙ্গেই অনুশীলন করছেন। হাবাস জানিয়ে দিলেন, দলের প্রায় সবাইকেই পাবেন এই ম্যাচে। হ্যামিল ফিট। আগের ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন চোট সারিয়ে ফেরা আনোয়ার আলি। ওড়িশার বিরুদ্ধে পাঞ্জাবি ডিফেন্ডার শুরু থেকে খেলতে পারেন। বিকেল পাঁচটায় ভুবনেশ্বরের গরমে জনি কাউকোদের ম্যাচ। তবে অজুহাত দিতে চান না হাবাস। প্রতিপক্ষ, আবহাওয়া নিয়ে না ভেবে লিগের শীর্ষস্থানে নজর মোহনবাগান কোচের।

আরও পড়ুন- রাঁচিতে চতুর্থ টেস্ট খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন

Related articles

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...
Exit mobile version