বাড়লো ১৪৪ ধারার মেয়াদ, আজ পর্যন্ত সন্দেশখালিতে জারি বিধি নিষেধ!

বৃহস্পতিবার পর্যন্ত সন্দেশখালির (Sandeshkhali Area) পাঁচ জায়গায় ১৪৪ ধারা জারি করা ছিল। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও চার জায়গায় এই বিধি-নিষেধ কার্যকর করা হলো। অর্থাৎ সন্দেশখালির মোট ৯ জায়গায় আজ শুক্রবার পর্যন্ত ১৪৪ ধারা বজায় থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

গত মঙ্গলবার থেকে ধামাখালি ঘাট, সন্দেশখালি ঘাট, ভোলাখালি ঘাট, খুলনা ঘাট এবং জেলেখালি ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নেয় পুলিশ। তার মধ্যেই ধামাখালিতে যান শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) এবং বৃন্দা কারাট। গত ১ ফেব্রুয়ারি থেকে সন্দেশখালিতে যত অপরাধের মামলা হয়েছে, সোমবার সেই তথ্য চায় কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৌশিক চন্দ ১৪৪ ধারা জারির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। যদিও পরিস্থিতির গুরুত্ব বুঝে অশান্তি এড়াতে এলাকাভিত্তিক ১৪৪ ধারা জারি করা যেতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। সেই মতো মঙ্গলবার সকাল থেকে নতুন করে বিধি নিষেধ আরোপ করে প্রশাসন। গতকালের পরিবর্তে আজ শুক্রবার পর্যন্ত তা বজায় থাকবে বলেই জানা যাচ্ছে।