Wednesday, August 20, 2025

চুরি গেছে দল। কিছু বিধায়কদের সঙ্গে এনসিপি দলটাও নিজের দখলে নিয়েছে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। এই অবস্থায় লোকসভা নির্বাচনের আগে নয়া দল ও প্রতীক পেলেন শরদ পাওয়ার। আসন্ন নির্বাচনে এবার পওয়ার লড়বেন ‘তূর্য (শিঙা) বাদক ব্যক্তি’ প্রতীক নিয়ে। সবমিলিয়ে মারাঠা রাজনীতিতে কাকা-ভাইপোর এই লড়াইয়ে নজর গোটা দেশের।

গত বছর এনসিপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিলে শরদের এনসিপি থেকে বেরিয়ে বিজেপির হাত ধরেন ভাইপো অজিত পাওয়ার। বিজেপির ও শিবসেনার সরকারে যোগ দিয়ে মন্ত্রী হন এনসিপির ৯ বিধায়ক। অজিত নিজে উপমুখ্যমন্ত্রী হন। ক্ষুব্ধ শরদ অজিত শিবিরের একাধিক নেতাকে বরখাস্ত করেন। দাবি করেন, আসল এনসিপি তাঁরাই। তবে নির্বাচন কমিশন এনসিপির সেই দাবি মানেনি। ৬ ফেব্রুয়ারি কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়, অজিত পওয়ারের নেতৃত্বাধীন শিবিরই আসল এনসিপি। ‘এনসিপি’ নাম এবং নির্বাচনী প্রতীক ‘ঘড়ি’ ব্যবহারের অধিকার পাবে অজিতের গোষ্ঠী। তখনই ঠিক হয়ে যায় শরদ পওয়ারের নেতৃত্বাধীন শিবিরের নাম হবে এনসিপি (শরদচন্দ্র পওয়ার)। এবার সেই শিবিরকে প্রতীক দিল ‘তূর্য (শিঙা) বাদক ব্যক্তি’। অবশ্য কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শরদ পাওয়ার। সেখান থেকে কোনও নির্দেশ না আসা পর্যন্ত এই প্রতীকেই লড়তে হবে শরদকে।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version