Wednesday, December 17, 2025

সংঘাত সরিয়ে সমঝোতায় সমাধান! আপ-কংগ্রেসের আসন রফা ‘পাকা’

Date:

দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে আসন রফা সম্পন্ন করল আপ-কংগ্রেস। দিল্লি ছাড়াও গুজরাট, হরিয়ানা, গোয়া চণ্ডীগড়ে কোন ফর্মুলায় আসন রফা হবে তা ঠিক করে ফেলল দুই দল। দিল্লির আসন ভাগাভাগির বিষয়টি আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল দুই দলের এবার বাকি রাজ্যগুলিতেও আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে গেল।

দিল্লির ৭ আসনের লড়াইয়ে ৫ ও ২ এই হিসেবে কংগ্রেসকে লড়ার প্রস্তাব দিয়েছিল আপ। যদিও তাতে কংগ্রেস রাজি হয়নি। দীর্ঘ দর কষাকষির পর অবশেষে কংগ্রেসকে ৩ আসন ছাড়তে রাজি হয়েছে কেজরিওয়ালের দল। দিল্লিতে কংগ্রেস লোকসভা ভোটে লড়ছে চাদনি চক, উত্তর পশ্চিম দিল্লি, উত্তর পূর্ব দিল্লি থেকে। আম আদমি পার্টি লড়বে নয়া দিল্লি, পশ্চিম দিল্লি, পূর্ব দিল্লি, দক্ষিণ দিল্লি থেকে।

গুজরাট: মোদি গড় হিসেবে পরিচিত এই রাজ্যে নিজেদের জমি কিছুটা শক্ত করেছে আপ। অন্যদিকে, নিজেদের হারানো জমি পুনরুদ্ধারের লড়াই কংগ্রেসের কাছে। এই পরিস্থিতিতে গুজরাটে ২৬ আসনের মধ্যে আপকে ২ টি আসন ছাড়তে রাজি হয়েছে কংগ্রেস। ভারুচ ও ভাবনগর কেন্দ্র থেকে লড়বে আপ। কংগ্রেস লড়বে বাকি ২৪ আসনে।

হরিয়ানা বিজেপিন শাসিত রাজ্য হলেও এখানে বেশ কিছু জায়গায় কংগ্রেসের ঘাঁটি বেশ শক্ত। আপ এখানে লড়াইয়ে নামলেও সেভাবে জমি শক্ত করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে হরিয়ানার ১০ লোকসভা আসনের মধ্যে একটি আসন আপকে ছাড়ছে কংগ্রেস। বাকি ৯ আসনে লড়বে কংগ্রেস। হরিয়ানার কুরুক্ষেত্র থেকে লড়বে আম আদমি পার্টি।

গোয়া, চণ্ডীগড় এই দুই রাজ্যে কে লড়াই করবে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল আপ ও কংগ্রেসের মধ্যে। শেষ পর্যন্ত চণ্ডীগড়ের আসন কংগ্রেসকে ছাড়তে রাজি হয়েছে আপ। পাশাপাশি গোয়াতে ২ আসনের দুটিতেই আপের সমর্থনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। তবে পাঞ্জাবে ১৩ টি আসনের মধ্যে কংগ্রেসকে কোনও আসন ছাড়া হবে না বলে আগেই জানিয়েছিলেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। সেইমতো এখানে আসন ভাগাভাগি হয়নি। এই রাজ্যে আলাদা আলাদা ভাবে লড়ছে আপ-কংগ্রেস।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version