মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার টোপ দিয়ে হুমায়ুন কবীরকে প্রতারণার চেষ্টা! ফাঁদে যুবক

বিধায়ককে মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে গ্রেফতর এক। অভিযোগ, মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) গত কয়েকদিন ধরে আইপ্যাক-এর নাম করে এক যুবক হোয়াটসঅ্যাপ কল করেন। মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করেন। বিধায়ক পুলিশে (Police) অভিযোগ জানালে অঞ্জন সরকার নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

হুমায়ুন কবীরের (Humayun Kabir) অভিযোগ, গত কয়েকদিন ধরে আইপ্যাক-এর নাম করে এক যুবক হোয়াটসঅ্যাপ কল করেন। মন্ত্রিত্ব পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ১০ লক্ষ টাকা দাবি করেন ওই যুবক। টাকা দিতে চাপ দিয়ে পাঁচ থেকে দশ বার ফোন করা হয় বিধায়কে। এদিন শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হুমায়ুন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে আইপ্যাক থেকে তাঁকে কোন ফোন করা হয়নি। শনিবার, দুপুরে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার মজিদ ইকবাল খান সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের অঞ্জন সরকার নামে ওই ব্যক্তির মোবাইল থেকে এই ফোন করা হয়। বারাসত থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তিনি আগেও এইভাবে প্রতারণার করার চেষ্টা করেছেন। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।