Wednesday, December 17, 2025

রাজ্য নেতৃত্ব ডাকছে না, জানালেন দিলীপ ঘোষ, সন্দেশখালি নিয়েও বিজেপি অন্দরে দলাদলি!

Date:

এক সময় রাজ্যে বিরোধী আন্দোলনের মুখ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমে সন্দেশখালি নিয়ে মাঝে মধ্যে মুখ খুললেও এখনও পর্যন্ত সেখানে যাননি। অথচ সন্দেশখালিতে ইতিমধ্যে দু’বার ঘুরে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আদালতের অনুমতি নিয়ে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কিন্তু কোনও দিলীপ ঘোষকে সন্দেশখালিতে দেখা যায়নি এখনও। যদিও এই সন্দেশখালি এক সময় চোষে ফেলেছিলেন দিলীপ ঘোষ। বিজেপির অনেক নেতার থেকে অনেক বেশি তিনি সন্দেশখালিকে চেনেন। ঠিক যেমন চিনতেন রাজ্য বিজেপির আরেক কোণঠাসা নেতা প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

কিন্তু কেন? সংবাদ মাধ্যমের কাছে দিলীপ ঘোষ অকপটে জানিয়ে দিয়েছেন, রাজ্য নেতৃত্ব ডাকেনি, তাই যাইনি। ডাকলে নিশ্চয়ই যেতেন। প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, “রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা যাচ্ছেন। আমি তো দলের পদাধিকারী নই এখন। সেই কারণে হয়তো ডাকা হয়নি।” কিন্তু দিলীপ ঘোষের মতো নেতাদের আন্দোলন করতে পদাধিকারী হওয়ার প্রয়োজন আদৌ আছে কি? দিলীপ বলেন, “হতেও পারে। যাঁরা নেতৃত্বে আছেন তাঁরা ঠিক করছেন কে যাবেন, কে যাবেন না। দল কাল যদি আমাকে ধরনায় বসতে বলে, বসব।”

বর্তমানে দলের আর কোনও সাংগঠনিক পদে নেই দিলীপ ঘোষ। এখন তিনি একজন সাধারণ সাংসদ মাত্র। গেরুয়া শিবিরের অন্দরেই খবর, শুভেন্দু-সুকান্তদের বাড়বাড়ন্ত হওয়ায় দিলীপ ঘোষ নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। নিজের সংসদীয় এলাকাতেই বেশি সময় দিচ্ছেন দিলীপ ঘোষ।

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version