Thursday, August 21, 2025

মোদির সফরের জের! বদলে গেল রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার দিনক্ষণ

Date:

বদলে গেল নির্বাচন কমিশনের (Election Commission of India) ফুল বেঞ্চের এ রাজ্যে আসার সময়। ৪ মার্চের বদলে একদিন আগেই অর্থাৎ ৩ মার্চ শহরে আসবে কমিশন। সর্বদলীয় বৈঠকের পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠক করে রাজ্যের প্রাক নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখবেন কমিশনাররা (Commissioner)। সূত্রের খবর, ৩ মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক সারবে কমিশনের ফুল বেঞ্চ (Full Bench)। পরদিন ৪ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে ১১ টা পর্যন্ত বাংলার সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন কমিশনের কর্তারা। সেদিনই পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে কমিশনের।

এরপর ৫ মার্চ আইন কার্যকর করে যে সমস্ত সরকারি সংস্থা, তাদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। কথা বলবেন রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের ডিজির সঙ্গেও। সূচি অনুযায়ী, ৫ মার্চ বেলা সাড়ে ১২টা থেকে সাংবাদিকদের মুখোমুখি হবে ফুল বেঞ্চ। কমিশন  সূত্রে খবর, ওইদিন রাজ্য পুলিশের  রাজ্যের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। প্রথমে রাজ্য পুলিশ ও রাজ্যের গোয়েন্দা বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠক করা হবে। এরপরই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে আলাদা করে বৈঠক করবে ফুল বেঞ্চ।

আগে স্থির ছিল, ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ৪ থেকে ৬ মার্চ বাংলায় এসে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্চের প্রথম সপ্তাহে তিন দিনের জন্য রাজ্যে সফরে আসবেন। ৬ তারিখ বারাসতে তাঁর সভা রয়েছে। সূত্রের খবর, সেই কারণেই শেষ মুহূর্তে দিন বদল করেছে কমিশন। কারণ প্রধানমন্ত্রী রাজ্য থাকলে পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে সব সময়েই সতর্ক থাকতে হয়। তাই ৬ তারিখের পরিবর্তে ৫ মার্চ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও মুখ্য সচিব ভগবতীপ্রসাদ গোপালিকার সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version