Wednesday, August 27, 2025

কথা দিয়ে কথা রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাই চোখ বন্ধ করে তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর বিশ্বাস রাখেন বাংলার মানুষ। আজ ফের তার প্রমাণ মিলতে চলেছে। চড়িয়াল সেতুর পরে এবার বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলায় ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত সোমবার চড়িয়াল সেতুর উদ্বোধন করেই অভিষেক জানিয়ে ছিলেন, আবার ৬ দিন পরে তিনি আসবেন। মহেশতলায় জলপ্রকল্প ও উড়ালপুলের নীচের রাস্তা উদ্বোধন করবেন তিনি। সেইমতো আজ বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলায় ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের উদ্বোধন করবেন সাংসদ।

চড়িয়ালবাসীর দাবি মেনে একের পর এক উন্নয়নমূলক কাজের সূচনা করেছেন অভিষেক (Abhishek Banerjee)। প্রতিশ্রুতি মতোই মহেশতলায় উড়ালপুলের নীচের রাস্তারও উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের দুবারের সাংসদ। ৫৭ বছর ধরে বিরোধী দলের সাংসদ-বিধায়করা যে সমস্যার সমাধান করতে পারেননি, সেই কাজ ৫ বছরে করে দেখিয়েছেন অভিষেক। চড়িয়াল সেতু উদ্বোধন করে কথা রেখেছেন তিনি। এর আগে ডায়মন্ড হারবারকে মডেল করে তিনি ৭০ হাজার বয়স্ক মানুষকে ভাতা দিয়েছিলেন। তারপর তা চালু হয়েছিল রাজ্যে। এরপর চড়িয়ালবাসীর দাবি পূরণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্পের উদ্বোধন করে চলেছেন। গত ১০ বছরে ডায়মন্ড হারবারে উন্নয়নের খতিয়ান তুলে ধরে অভিষেক জানিয়েছিলেন, গত ১০ বছরে ৫ হাজার ৫০০ কোটি টাকার কাজ আমরা করেছি। ১২ মাসের হিসেবে তা ৫৫৮ কোটি টাকার কাজ। অর্থাৎ প্রতিদিনের হিসেবে ১ কোটি ৫৫ লক্ষ টাকার কাজ করে দেখিয়েছেন তৃণমূল সাংসদ।


Related articles

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...
Exit mobile version