Thursday, November 13, 2025

চাঁদা দাও কয়লা নাও! বিজেপির ‘শ্বেতপত্র’র পাল্টা কংগ্রেসের CAG রিপোর্ট

Date:

বিজেপির সবথেকে বড় ‘মিত্র’ তথা দলের তহবিলে সবথেকে বেশি চাঁদা দেওয়া আদানি গোষ্ঠীকে কয়লার ব্লক পাইয়ে দেওয়া নিয়ে এবার সুর চড়ালো কংগ্রেস। হাতিয়ার CAG রিপোর্ট। কীভাবে বেআইনিভাবে নিলাম করে আদানি গোষ্ঠীকে কয়লা ব্লক পাইয়ে দেওয়া হয়েছে ২০১৪ সাল থেকে এবং দেশের রাজস্বে কত পরিমাণ ক্ষতি হয়েছে এই রফাতে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজেপি লোকসভা ভোটের আগে যে শ্বেতপত্র প্রকাশ করেছে তাতে কংগ্রেস আমলের কয়লা দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তার পাল্টা বারবার CAG রিপোর্টে বিজেপি সরকারের কয়লা ব্লক বন্টনে দুর্নীতি ও বিজেপিরই কেন্দ্রীয় মন্ত্রীদের আশঙ্কা প্রকাশের কথা তুলে ধরলেন দলের মুখপাত্র পবন খেরা।

CAG রিপোর্টকে সামনে রেখে কংগ্রেসের দাবি, ২০১৪ সালে নতুন আইন এনে দেশের কয়লা ব্লক ছোট ছোট ভাগে ভাগ করে যখন নিলাম করার প্রক্রিয়া শুরু হয় তখন চিঠিতে উদ্বেগ প্রকাশ করেন বিজেপি নেতা তথা বর্তমান বিদ্যুৎমন্ত্রী রাজকুমার সিং। তৎকালীন অর্থমন্ত্রী অরুন জেটলিকে উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছিলেন এর ফলে এক্ষেত্রে একাধিপত্ব ও মূল্য নিয়ন্ত্রণে একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা হবে বলে। পাশাপাশি রাজস্বের ক্ষতির দিকটিও তুলে ধরেন তিনি। একাধিক বিজেপি নেতৃত্ব এবিষয়ে প্রশ্ন তোলা এমনকি আদালতে মামলা চলা সত্ত্বেও এই আইন প্রয়োগ করে আদানি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তোলা হয় কংগ্রেসের পক্ষ থেকে।

পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে মোদি সরকারের বিরুদ্ধে আইন ভাঙার প্রশ্ন তোলা হয় কয়লা ব্লকের নিলামের ক্ষেত্রে। ২০২১ সালে বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে বলা হয় অন্তত তিন অংশগ্রহণকারী থাকতে হবে। কমিটির সেই রিপোর্ট অগ্রাহ্য করে আদানি গোষ্ঠীর দুটি সংস্থাকে নিয়ে কয়লা ব্লক নিলাম হয় বলে অভিযোগ তোলে কংগ্রেস। সেখানেই দেশের রাজস্ব বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বলে তথ্য তুলে ধরা হয় কংগ্রেসের তরফে।

সেই সঙ্গে কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়, ২০১৪ সালের পর থেকে বিজেপির কোষাধ্যক্ষ ও দেশের কয়লামন্ত্রীর পদে একই ব্যক্তি কীভাবে ছিলেন। সেই সময়ই দেখা যাচ্ছে বিজেপির ‘পরম মিত্র’ হয়ে উঠছেন আদানি। পাশাপাশি বিজেপির তহবিলে সবথেকে বড় চাঁদাদাতা হিসাবেও উঠে আসছে তাঁরই নাম। এখানেই কংগ্রেসের দাবি, এভাবেই দেশের স্বার্থ লঙ্ঘন করে চাঁদার বদলে কয়লা ব্লক তুলে দেওয়ার দুর্নীতি করেছে মোদি সরকার।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version