Wednesday, August 20, 2025

কাজে সেরা ডায়মন্ড হারবারকে ভোটের পরিসংখ্যানেও ১ নম্বর করুন: প্রকল্পের উদ্বোধনে বার্তা অভিষেকের

Date:

কথা দিয়ে তিনি কথা রাখেন। প্রতিশ্রুতি মতো রবিবার, বিকেলে মহেশতলা থেকে বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলার ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের উদ্বোধন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই মঞ্চ থেকেই তাঁর বার্তা, সমস্যা হলে সরসরি তাঁকে চিঠি পাঠানোর কথা বললেন অভিষেক। “কাজে সেরা ডায়মন্ড হারবারকে ভোটের পরিসংখ্যানেও ১ নম্বর করার দায়িত্ব আপনাদের হাতেই”- বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

এদিন, রাস্তা ও জল প্রকল্পের উদ্বোধন করে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, গত বছর চড়িয়ালে প্রথম লেন উদ্বোধন করতে আসি। রাস্তার কাজ শুরু হয় ২০ এপ্রিল ২০২০ সালে। আমি জেদি ছেলে, কথা দিলে কথা রাখি। ৫ দশকের সমস্যার সুরাহা করেছি। ভোটের আগে রাস্তা তৈরির কথা দিয়েছিলাম, আজ সেই প্রতিশ্রুতি পূরণ হল। অভিষেক জানান, মুখ্যমন্ত্রী মানুষের বিপদের কথা শুনলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।

এদিন ফের ডায়মন্ড হারবার মডেলের কথা বলেন অভিষেক। তাঁর কথায়, কথা দিয়ে কথা রাখাই এই মডেল। ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, এই এলাকার মানুষও কলকাতার মতো জল পরিষেবা পাবেন। আর জলের সমস্যা থাকবে না। আগামী ১৬ বছর মানুষের আর জলের কষ্ট হবে না। যেখানে প্রয়োজন হবে অভিরিক্ত সংযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দেন অভিষেক।

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আমরা মানুষের জন্য কাজ করি। জানান, সোমবার থেকেই জবকার্ড হোল্ডাররা রাজ্যের থেকে টাকা পাবে। তিনি জানান, ২ কোটি ১২ লক্ষ মানুষের কাছে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দেওয়া হচ্ছে। ডায়মন্ড হারবার পুলিশ ডিক্সটিট সেরার সেরা হয়েছে বলে জানান অভিষেক। এলাকার সাংসদ জানান, গত ১০ বছরে ৫ হাজার ৫৮০ কোটি টাকার কাজ করা হয়েছে। অভিষেকের (Abhishek Banerjee) বার্তা, মহেশতলাবাসীকে অনুরোধ কর্মেও এক নম্বর এবং ভোটের পরিসংখ্যানেও আমাদের ১ নম্বর করার দায়িত্ব আপনাদের হাতেই।



Related articles

সুস্পষ্ট নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে!

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পূর্বাভাস মতোই স্থলভাগে প্রবেশ করতেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন...

সুখবর! ক্ষুদ্র শিল্প শ্রমিকদের জন্য বাড়ল বোনাস, চুক্তি স্বাক্ষর রাজ্যের

দুর্গাপুজোর আগে বিরাট সুখবর শোনাল রাজ্য সরকার (State Government)। রাজ্যের প্রায় দেড়শো স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয় ও রোলিং...

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর...

কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

পশুপ্রেমী রাজেশ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির ছিলেন। গুজরাটের রাজকোট থেকে সোজা চলে আসেন দিল্লি। এরপরই বুধবার সকালে...
Exit mobile version