Tuesday, May 6, 2025

কাজে সেরা ডায়মন্ড হারবারকে ভোটের পরিসংখ্যানেও ১ নম্বর করুন: প্রকল্পের উদ্বোধনে বার্তা অভিষেকের

Date:

কথা দিয়ে তিনি কথা রাখেন। প্রতিশ্রুতি মতো রবিবার, বিকেলে মহেশতলা থেকে বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলার ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের উদ্বোধন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই মঞ্চ থেকেই তাঁর বার্তা, সমস্যা হলে সরসরি তাঁকে চিঠি পাঠানোর কথা বললেন অভিষেক। “কাজে সেরা ডায়মন্ড হারবারকে ভোটের পরিসংখ্যানেও ১ নম্বর করার দায়িত্ব আপনাদের হাতেই”- বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

এদিন, রাস্তা ও জল প্রকল্পের উদ্বোধন করে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, গত বছর চড়িয়ালে প্রথম লেন উদ্বোধন করতে আসি। রাস্তার কাজ শুরু হয় ২০ এপ্রিল ২০২০ সালে। আমি জেদি ছেলে, কথা দিলে কথা রাখি। ৫ দশকের সমস্যার সুরাহা করেছি। ভোটের আগে রাস্তা তৈরির কথা দিয়েছিলাম, আজ সেই প্রতিশ্রুতি পূরণ হল। অভিষেক জানান, মুখ্যমন্ত্রী মানুষের বিপদের কথা শুনলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।

এদিন ফের ডায়মন্ড হারবার মডেলের কথা বলেন অভিষেক। তাঁর কথায়, কথা দিয়ে কথা রাখাই এই মডেল। ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, এই এলাকার মানুষও কলকাতার মতো জল পরিষেবা পাবেন। আর জলের সমস্যা থাকবে না। আগামী ১৬ বছর মানুষের আর জলের কষ্ট হবে না। যেখানে প্রয়োজন হবে অভিরিক্ত সংযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দেন অভিষেক।

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আমরা মানুষের জন্য কাজ করি। জানান, সোমবার থেকেই জবকার্ড হোল্ডাররা রাজ্যের থেকে টাকা পাবে। তিনি জানান, ২ কোটি ১২ লক্ষ মানুষের কাছে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দেওয়া হচ্ছে। ডায়মন্ড হারবার পুলিশ ডিক্সটিট সেরার সেরা হয়েছে বলে জানান অভিষেক। এলাকার সাংসদ জানান, গত ১০ বছরে ৫ হাজার ৫৮০ কোটি টাকার কাজ করা হয়েছে। অভিষেকের (Abhishek Banerjee) বার্তা, মহেশতলাবাসীকে অনুরোধ কর্মেও এক নম্বর এবং ভোটের পরিসংখ্যানেও আমাদের ১ নম্বর করার দায়িত্ব আপনাদের হাতেই।



Related articles

পহেলগামে নিহত দুই পরিবারকে সাহায্য় রাজ্যের, বাড়িতে গেলেন দুই মন্ত্রী

দেশের কোনও প্রান্তে কোনও দুর্ঘটনাতেও কেউ মারা গেলে সজাগ হয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিশেষত বিরোধী...

আইএসএল থেকে বিদেশি নেবে না ইস্টবেঙ্গল, ছাড়া হচ্ছে না বিষ্ণুকেও

আগামী মরসুমে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে এখন থেকেই মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। দলে এবার ভালো বিদেশি(Foreigner) নেওয়াই প্রধান...

২০২৬-এ ফেব্রুয়ারির শুরুতেই মাধ্যমিক! রইল রুটিন

আগামী বছর কবে মাধ্যমিক(Madhyamik), মঙ্গলবার তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE)। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের গোড়াতেই শুরু হবে দশম...

সমস্যায় কর্ণপাত করছে না কেন্দ্র, নদী ভাঙন নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রী

নদী ভাঙনের কারণে মালদহ জেলা বিপদের মুখে। এ পরিস্থিতিতে কেন্দ্রের(Central Govt) কাছে সাহায্য চেয়েও নিরাশ হতে হয়েছে রাজ্যকে।...
Exit mobile version