Saturday, May 3, 2025

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তৃণমূলের, শাহজাহানকে গার্ড করছে আদালত: স্পষ্ট মত অভিষেকের

Date:

তৃণমূল রেয়াত করেনি। আদালতের নির্দেশেই শেখ শাহজাহানকে গ্রেফতারে রাজ্য পুলিশের হাত-পা বাঁধা। রবিবার, মহেশতলায় প্রকল্পের উদ্বোধনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, “শাহজাহানকে কেউ যদি গার্ড করে থাকে তাহলে তা আদালত। হাই কোর্ট হাত-পা বেঁধে দিলে পুলিশ কী করবে?”

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে তৃণমূল। অভিযোগ পাওয়ার পরেই উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে। তিনি গ্রেফতার হয়েছেন। শিবু হাজারও ধৃত। তাঁকেও পদ থেকে সরানো হয়েছে। এমনকী, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগে ব্যবস্থা নিয়েছে দল। জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে। কিন্তু সন্দেশখালির শেখ শাজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে রাজ্য পুলিশের সীমা আদালতই বেঁধে দিয়েছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, মানুষের সঙ্গে অন্যায় করলে তৃণমূল ও রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা করবে। তাঁর কথায়, “সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেফতার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে। তা হলে শাহজাহানকে গ্রেফতার না করার কী আছে?” কিন্তু শাহজাহানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে আদালতের নির্দেশ।

স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে তার বাড়িতে যায় ED। স্থানীয় মানুষের রোষের শিকার হন তাঁরা। তার পর থেকেই নিখোঁজ শাজাহান বারবার আড়ালে থেকে আদালতে আগাম জামিনের আবেদন জানালেও সামনে আসেননি তিনি। যদিও রাজ্য পুলিশের ডিজি প্রশ্ন তোলেন, ইডি কেন গ্রেফতার করছে না শাহজাহানকে? ইডির সওয়ালেই আদালত রাজ্য পুলিশের এফআইআরে স্থগিতাদেশ জারি করেছে। ফলে শাহজাহানকে ধরতে পারছে না রাজ্য পুলিশ। সেই প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক বলেন, আদালতের কারণেই শাহজাহানকে ধরা যাচ্ছে না।

একই সঙ্গে অভিষেকের (Abhishek Banerjee) অভিযোগ, বিরোধীরা সন্দেশখালি গিয়ে উস্কানি দিচ্ছে। পরিস্থিতি শান্ত হলে, তবেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেখানে যাবেন। অযথা রাজনীতি করতে যাওয়া প্রয়োজন নেই শাসকদলের। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, মহিলাদের উপর অত্যাচারের কথা কেন আগে চিঠি লিখে পুলিশ-প্রশাসনকে জানাননি প্রাক্তন বাম বিধায়ক বা বিজেপি নেতা!



Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version