Saturday, August 23, 2025

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য স্থগিত থাকা জেলা সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গলমহল জুড়ে তিনদিন একের পর এক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার সন্ধেয় রওনা দেন তিনি।

এদিন অন্ডাল বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে কথা বলে দুর্গাপুর পৌঁছন তৃণমূল সুপ্রিমো। সেখানে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বকে নিয়ে একদফা বৈঠক সারেন তিনি। সোমবার রাতে দুর্গাপুরেই থাকবেন মমতা। তিন জেলায় প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পরিকল্পনা রয়েছে। ১০০ দিনের কাজের টাকা দেওয়ার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: পুর এলাকায় বাড়ি তৈরির নকশা অনুমোদন সরলীকরণ করতে বিশেষ কমিটি গঠন রাজ্যের

মঙ্গলবার দুর্গাপুর থেকে হেলিকপ্টারে পুরুলিয়া পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। ওইদিন বিকেলেই পুরুলিয়া থেকে হেলিকপ্টারে করে বাঁকুড়া পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাতে বাঁকুড়ায় থাকবেন। পরের দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়ার খাতড়ায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। ২৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী।

শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার জন্যই ৫০০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা। বাঁকুড়া জেলার জন্য এক হাজার কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। তবে এবারের সফরে সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে  অলচিকি ভাষায় প্যারা-টিচার নিয়োগেরও বেশ কিছু বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী।



Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version