Wednesday, January 14, 2026

বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে ‘রিসার্চ’ শব্দ ব্যবহারে নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

গবেষণার নামে অনুদানের টাকা নয়ছয় রুখতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর। বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের নামের মধ্যে রিসার্চ শব্দটি থাকলে, দেখাতে হবে গবেষণার প্রমাণ। নথি দেখাতে না পারলে, লাইসেন্স পুনর্নবীকরণ হবে না বলে নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। সেই নির্দেশিকা অনুযায়ী, প্রতিষ্ঠান কি সক্রিয় গবেষণার সঙ্গে যুক্ত, হাসপাতালে গবেষণার জন্য যোগ্য লোক কি না, এই সব প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের নামের মধ্যে রিসার্চ শব্দটি থাকলে, দেখাতে হবে গবেষণার প্রমাণ। ক্লিনিক‍্যাল এস্টাব্লিশমেন্ট রুলের ৪-এর ২সি ধারাকে উদ্ধৃত করে রাজ্যের সব বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলির জন্য নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। এই ধারায় বলা আছে, লাইসেন্সিং অথরিটির অনুমতি ছাড়া কোনও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান তাদের নামে রিসার্চ শব্দটি ব্যবহার করতে পারবে না। রিসার্চ শব্দটি ব্যবহার করতে হলে চিকিৎসা গবেষণা সংক্রান্ত বিস্তারিত নথি জমা দিতে হবে লাইসেন্সিং অথরিটিকে। অন্যথায় তাদের লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না।

পাশাপাশি, স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, গবেষণার জন্য আইসিএমআর বা কোনও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান অনুদান মিলেছে কিনা, মিললে গবেষণা শেষের পর অনুদান ব্যবহারের শংসাপত্র জমা দেওয়া হয়েছে কিনা, সেই সংক্রান্ত নথিও পেশ করতে হবে। জানা গিয়েছে, এই মুহূর্তে শুধুমাত্র কলকাতা এবং সংলগ্ন এলাকায় কুড়িটিরও বেশি এইরকম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান আছে, যাদের নামের সঙ্গে রিসার্চ শব্দটি যুক্ত আছে।

স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় বলা হয়েছে, কোনও বেসরকারি চিকিৎসা সংস্থাকে রিসার্চ ইন্সটিটিউট তকমা পেতে এবং সেই তকমা ধরে রাখতে হলে এই শর্তগুলি মানতে হবে।
প্রতিষ্ঠানকে সক্রিয় গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে। হাসপাতালের নিজস্ব বৈধ এথিক্স কমিটি থাকতে হবে। হাসপাতালে যোগ্য লোক থাকতে হবে গবেষণার জন্য।থাকতে হবে হাসপাতালের আলাদা গবেষণা বিভাগ। গবেষণা সংক্রান্ত তথ্য কোন জার্নালে প্রকাশিত হয়েছে, জমা দিতে হবে তার নথি।গবেষণার বিষয়ের ওপর intellectual property right চেয়ে হাসপাতাল যে আবেদন করেছে তার নথি লাগবে।গবেষণার বিষয়বস্তুর ওপরে পেটেন্ট পাওয়া গিয়েছে কিনা, বা পেটেন্টের জন্য আবেদন করা হয়েছে কিনা- লাগবে সেই নথিও। লাগবে, প্রতিষ্ঠানে PHDএবং Mphil পড়ানো হয় কিনা সেই সংক্রান্ত অনুমোদনের নথি। প্রতিষ্ঠান কোনও গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত কিনা তাও জানাতে হবে। এই শর্তগুলি না মানলে লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না।

 

 

spot_img

Related articles

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...