Saturday, August 23, 2025

কুড়মিদের দেওয়া প্রতিশ্রুতি রাখেননি প্রধানমন্ত্রী, লোকসভায় জঙ্গলমহলে বিপর্যয়ের মুখে বিজেপি

Date:

২০১৯ শেষ লোকসভা ভোটে জঙ্গলমহলের ৫টি আসনের দখল নিয়েছিল বিজেপি। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঝাড়গ্রামের মানুষ আশীর্বাদ করেছিলেন বিজেপি প্রার্থীদের। সেবার গেরুয়া শিবিরের এই সাফল্যের পিছনে জঙ্গলমহলের কুড়মি জনজাতির একটি বড় সমর্থন ছিল। বিজেপির তরফে কুড়মি সমাজকে প্রতিশ্রুতি
দেওয়া হয়েছিল তাঁদের বিভিন্ন দাবি পূরণে পদক্ষেপ নেবে কেন্দ্রের সরকার। কিন্তু কথা রাখেনি বিজেপি। পূরণ হয়নি কোনও প্রতিশ্রুতি। বরং, এই পাঁচ বছরে বিজেপির বিভাজন নীতির জেরে জঙ্গলমহলে আদিবাসীদের মধ্যেই মাহাতোদের সঙ্গে কুড়মিদের বিবাদ চূড়ান্ত আকার নিয়েছিল। রাজ্য সরকার ব্যবস্থা না নিলে তা জাতিদাঙ্গার রূপ নিতে পারতো।

বিজেপির জুমলা ও ভাঁওতাবাজি প্রকাশ্যে চলে আসায় আসন্ন লোকসভা ভোটে বিজেপির দিক থেকে মুখ সরাচ্ছে কুড়মিরা। ফলে জঙ্গলমহলের ওই পাঁচ আসন ধরে রাখা নিয়ে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছে গেরুয়া শিবির। বিষয়টি আঁচ করতে পেরে আশঙ্কায় ভুগছে বঙ্গ বিজেপির নেতারা।

জঙ্গলমহলের কুড়মি সমাজের ভোট কোথাও ২০ শতাংশ তো কোথাও ৪০ শতাংশ। উনিশের ভোটের প্রচারের সময় ঝাড়গ্রামে এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে গিয়েছিলেন, লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে কুড়মিদের বিষয়টি ভাবনাচিন্তা করা হবে। বাস্তবে কিছুই হয়নি। কুড়মি জনজাতির তফসিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে ৫ বছর ধরে শুধু রাজ্যের ঘাড়ে দোষ ঠেকে গিয়েছে কেন্দ্রের সরকার আর বিজেপি। কিন্তু নিজেরা কিছুই করেনি। ফলে এবার সেই সমর্থন কিন্তু আর পাবে না বিজেপি।

আরও পড়ুন- বসন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি! সোমবারও ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ


 

Related articles

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...
Exit mobile version