চলতি বছর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ঘোষণা হয়েছিল আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিকের সূচি। অনিবার্য কারণে সেই সূচিতে বদল করল মধ্যশিক্ষা পর্ষদ। নতুন সূচিতে দুদিন এগিয়ে আনা হল পরীক্ষা। বিস্তারিত সূচি চলতি বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিন প্রকাশ করা হবে পর্ষদের তরফে।

পর্ষদের তরফে আগে ঘোষণা করা হয়েছিল ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৫ মাধ্যমিক পরীক্ষা। ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ছুটির দিন হওয়ার সম্ভাবনা। সেই কারণে মাধ্যমিকের শুরুর দিন দুদিন এগিয়ে এনে ১২ ফেব্রুয়ারি করা হবে। সেক্ষেত্রে পরীক্ষা শেষ ২৪ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। সেই দিনও পিছিয়ে যেতে পারে।
