ঝাড়খণ্ডে ‘হাত’ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাংসদ স্ত্রী

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে রাজনীতির আগুনে পুড়ছে ঝাড়খণ্ড। সম্প্রতি সেখানে গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রী জেএমএম প্রধান হেমন্ত সোরেন। এর ঠিক পর এবার সেখানে বড় ধাক্কা খেল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার স্ত্রী গীতা কোড়া। যিনি ঝাড়খণ্ড থেকে কংগ্রেসের একমাত্র সাংসদ। তাঁর বিজেপি যোগ নিশ্চিতভাবেই কংগ্রেসের কাছে বড় ধাক্কা।

লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের কোণঠাসা করতে অর্থ ও ক্ষমতা প্রয়োগ করে সর্ব শক্তিতে দল ভাঙানোর খেলায় নেমেছে বিজেপি। সেই ছকেই এদিন বিজেপিতে নেওয়া হয় কংগ্রেস সাংসদ গীতা কোড়াকে। সোমবার ঝাড়খন্ডের বিজেপি প্রধান বাবুলাল মারান্ডির উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। তাঁর এই দলত্যাগ প্রসঙ্গে দাবি করা হয়েছে, কংগ্রেস জোট নিয়ে খুব একটা খুশি ছিলেন না কংগ্রেসের এই সাংসদ। তিনি দলের হাই কমান্ডের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এরপর লোকসভা নির্বাচনের আগে তাঁর বিজেপি যোগ নিঃসন্দেহে কংগ্রেসের কাছে বড় ক্ষতির।

Previous articleসন্দেশখালিকাণ্ডে ধৃত অজিতের পাঁচ দিনের পুলিশি হেফাজত, জামিন বাতিল শিবু-বিকাশের
Next articleপিছিয়ে যাচ্ছে পরীক্ষা, কী হবে মাধ্যমিক ২০২৫-এর সূচি