জম্মু-কাশ্মীরে গুলির লড়াই, ভারতীয় সেনার হাতে খতম ৩ লস্কর জঙ্গি!

ভূস্বর্গে বড় সাফল্য ভারতীয় সেনার (Indian Army)। নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ‘মোস্ট ওয়ান্টেড’ ৩ জঙ্গি। গত সোমবার কুলগামের রেডওয়ানি পায়েন এলাকায় একাধিক জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় গোয়েন্দারা। সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে সেনা-পুলিশের যৌথবাহিনী (Kashmir Police) । তার পরেই মেলে সাফল্য।

গুলির লড়াইয়ে নিকেশ হয় লস্কর–ই–তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার বাসিত আহমেদ দার। তিনি রেডওয়ানি পায়েন এলাকার বাসিন্দা। সঙ্গে বাসিতের আরেক সহযোগী মোমিন গুলজার ও ফাহিম আহমেদ বাবাকেও শেষ করা হয়। এই প্রসঙ্গে কাশ্মীর পুলিশের আইজি ভিকে বিরডি (VK Birdi) জানিয়েছেন, ‘‌এটা আমাদের বড় সাফল্য। এই সন্ত্রাসবাদীরা ১৮ জনকে খুন করেছিল। এই হত্যাকাণ্ডের মধ্যে নিরাপত্তা কর্মী, অসামরিক নাগরিক এবং সংখ্যালঘুরাও অন্তর্ভুক্ত রয়েছে।’ গত ৪ মে পুঞ্চের সুরানকোট এলাকায় বায়ুসেনার কনভয়ে হামলা চালিয়েছিল জঙ্গিরা। এই ঘটনায় শহিদ হন এক বায়ুসেনা জওয়ান। জখম হন আরও ৪ জন। দিন কয়েক আগে, এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়, নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসবাদী হামলার লঞ্চিং প্যাডগুলো সক্রিয় করেছে পাক সেনা (Pakistan Army)। সেখান থেকে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।

 

Previous articleকে ভুয়ো, কে আসল! সন্দেশখালিকাণ্ডে এবার রেখার ভিডিও ঘিরে বিতর্ক, জঘন্য রাজনীতি: তৃণমূল
Next articleদলগঠন নিয়ে প্রস্তুতি শুরু লাল-হলুদের, আজ বৈঠক