Tuesday, December 2, 2025

বিজেপির ‘খালিস্তানি’ মন্তব্যে মুখ্যসচিবকে স্মারকলিরি শিখ প্রতিনিধি দলের

Date:

Share post:

পাগড়ি পরিহিত শিখ IPS অফিসারকে খালিস্তানি বলে আক্রমণ করেন বিজেপি বিধায়করা। এর প্রতিবাদে গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই দিন থেকে কলকাতায় BJP-র সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন শিখ সম্প্রদায়ের মানুষ। ‘খালিস্তানি’ বিতর্কে সোমবার, নবান্নে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার (BP Gopalika) সঙ্গে দেখা করে শিখ সম্প্রদায়ের একদল প্রতিনিধি। এদিন, মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুখ্যসচিবের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা।

২০ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ বিজেপি বিধায়কদের ধামাখালিতে বাধা দেয় পুলিশ (Police)। এই সময় পুলিশের সঙ্গে তর্ক শুরু হয় শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালের। সেই সময় সেখানে দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার জসপ্রীত সিং। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে তাঁকে খালিস্তানি বলার অভিযোগ ওঠে৷ এই নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি৷ খালিস্তানি ইস্যু নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল নেতৃত্ব৷ এমনকী কংগ্রেস নেতা রাহুল গান্ধিও এই ইস্যুতে সুর চড়ান ৷ রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শিখ সম্প্রদায়ের মানুষজনেরা৷ কলকাতায় বিজেপির প্রধান কার্যালয় ছাড়াও বিভিন্ন জেলায় বিজেপির দলীয় অফিসের সামনে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁদের দাবি, ওই পুলিশ আধিকারিককে খালিস্তানি বলে সমগ্র শিখ সম্প্রদায়কে অপমান করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন মুখ্যসচিবের কাছে অভিযোগ জানালেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রতিনিধি দলের সদস্য গুরমিত সিং নবান্ন থেকে বেরোনোর সময় বলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছিলাম। কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জেলা সফরে রয়েছেন। সে কারণে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে অভিযোগ জানিয়ে গেলাম।”



spot_img

Related articles

ইমরান খান কি জীবিত? পাকিস্তান অচল করতে বিক্ষোভ PTI-এর, রাওয়ালপিন্ডিতে জারি ১৪৪ ধারা

ইমরান খান(Imran Khan) কি জীবিত? তাঁর সঙ্গে দেখা করার দাবিতে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ পাকিস্তান তেহরিক...

রাঁচির চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্টের ৯০০ কোটি টাকার সম্পত্তি! কয়েক কোটি নগদ উদ্ধার ইডির 

ফের টাকার পাহাড় উদ্ধার। মঙ্গলবার সকালে রাঁচির (Ranchi) এক চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্ট নরেশ কুমার কেজরিওয়ালের (Naresh Kumar Kejriwal) বাড়ি...

দুপুরে নবান্নে বৈঠক, আজ বিকেলে মালদহ- মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে মালদহ-মুর্শিদাবাদ জেলা সফরের উদ্দেশে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Maldah and...

রাজ্য থেকে দেশ, SIR নিয়ে কমিশনের ওয়েবসাইট বিভ্রাটে নাজেহাল ভোটার থেকে ভোটকর্মীরা

ভোটার অথৈ জলে বিভ্রান্ত BLO , রাজ্য থেকে দেশ সর্বত্রই মানুষের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের ছেলেখেলা অব্যাহত। কয়েকটা...