Saturday, August 23, 2025

বিজেপির ‘খালিস্তানি’ মন্তব্যে মুখ্যসচিবকে স্মারকলিরি শিখ প্রতিনিধি দলের

Date:

পাগড়ি পরিহিত শিখ IPS অফিসারকে খালিস্তানি বলে আক্রমণ করেন বিজেপি বিধায়করা। এর প্রতিবাদে গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই দিন থেকে কলকাতায় BJP-র সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন শিখ সম্প্রদায়ের মানুষ। ‘খালিস্তানি’ বিতর্কে সোমবার, নবান্নে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার (BP Gopalika) সঙ্গে দেখা করে শিখ সম্প্রদায়ের একদল প্রতিনিধি। এদিন, মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুখ্যসচিবের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা।

২০ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ বিজেপি বিধায়কদের ধামাখালিতে বাধা দেয় পুলিশ (Police)। এই সময় পুলিশের সঙ্গে তর্ক শুরু হয় শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালের। সেই সময় সেখানে দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার জসপ্রীত সিং। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে তাঁকে খালিস্তানি বলার অভিযোগ ওঠে৷ এই নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি৷ খালিস্তানি ইস্যু নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল নেতৃত্ব৷ এমনকী কংগ্রেস নেতা রাহুল গান্ধিও এই ইস্যুতে সুর চড়ান ৷ রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শিখ সম্প্রদায়ের মানুষজনেরা৷ কলকাতায় বিজেপির প্রধান কার্যালয় ছাড়াও বিভিন্ন জেলায় বিজেপির দলীয় অফিসের সামনে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁদের দাবি, ওই পুলিশ আধিকারিককে খালিস্তানি বলে সমগ্র শিখ সম্প্রদায়কে অপমান করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন মুখ্যসচিবের কাছে অভিযোগ জানালেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রতিনিধি দলের সদস্য গুরমিত সিং নবান্ন থেকে বেরোনোর সময় বলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছিলাম। কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জেলা সফরে রয়েছেন। সে কারণে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে অভিযোগ জানিয়ে গেলাম।”



Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version