Monday, November 10, 2025

বিজেপির ‘খালিস্তানি’ মন্তব্যে মুখ্যসচিবকে স্মারকলিরি শিখ প্রতিনিধি দলের

Date:

পাগড়ি পরিহিত শিখ IPS অফিসারকে খালিস্তানি বলে আক্রমণ করেন বিজেপি বিধায়করা। এর প্রতিবাদে গর্জে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই দিন থেকে কলকাতায় BJP-র সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন শিখ সম্প্রদায়ের মানুষ। ‘খালিস্তানি’ বিতর্কে সোমবার, নবান্নে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার (BP Gopalika) সঙ্গে দেখা করে শিখ সম্প্রদায়ের একদল প্রতিনিধি। এদিন, মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মুখ্যসচিবের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা।

২০ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ বিজেপি বিধায়কদের ধামাখালিতে বাধা দেয় পুলিশ (Police)। এই সময় পুলিশের সঙ্গে তর্ক শুরু হয় শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালের। সেই সময় সেখানে দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার জসপ্রীত সিং। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে তাঁকে খালিস্তানি বলার অভিযোগ ওঠে৷ এই নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি৷ খালিস্তানি ইস্যু নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী থেকে তৃণমূল নেতৃত্ব৷ এমনকী কংগ্রেস নেতা রাহুল গান্ধিও এই ইস্যুতে সুর চড়ান ৷ রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শিখ সম্প্রদায়ের মানুষজনেরা৷ কলকাতায় বিজেপির প্রধান কার্যালয় ছাড়াও বিভিন্ন জেলায় বিজেপির দলীয় অফিসের সামনে বিক্ষোভ দেখান শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁদের দাবি, ওই পুলিশ আধিকারিককে খালিস্তানি বলে সমগ্র শিখ সম্প্রদায়কে অপমান করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন মুখ্যসচিবের কাছে অভিযোগ জানালেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রতিনিধি দলের সদস্য গুরমিত সিং নবান্ন থেকে বেরোনোর সময় বলেন, “আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছিলাম। কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জেলা সফরে রয়েছেন। সে কারণে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে অভিযোগ জানিয়ে গেলাম।”



Related articles

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...
Exit mobile version