Wednesday, November 12, 2025

অলৌকিক কাণ্ড! ঘুম ভেঙে জেগেই কাজ শুরু জাপানের চন্দ্রযান স্লিমের 

Date:

গত বছরের ২৩ অগাস্ট ইতিহাস তৈরি করেছে ভারত। ওই দিন ভারতের চন্দ্রযান-৩ সফল ভাবে অবতরণ করে চাঁদের বুকে। চাঁদে ১৫ দিনের টাস্ক পূরণ করে ‘নিদ্রায়’ চলে গিয়েছিল চন্দ্রযান-৩। অনেকবার ডাকাডাকি করলেও শেষ পর্যন্ত নিদ্রাভঙ্গ হয়নি। তবে যা হয়নি ভারতের চন্দ্রযান-৩-এর ক্ষেত্রে তা সম্ভব হল জাপানের চন্দ্রযানের ক্ষেত্রে। চাঁদের মাটিতে এক অলৌকিক ঘটনা ঘটাল জাপানের ল্যান্ডার ‘স্লিম’। চাঁদে রাত কাটানোর পর ল্যন্ডার ‘স্লিম’-এর ঘুম ভাঙল। ডাকাডাকিতে মিলল সাড়া।

গত মাসে চাঁদে মহাকাশযান পাঠায় জাপান। জাপানের মহাকাশ সংস্থা জাক্সা দাবি করে, সফল ভাবে চাঁদে পৌঁছেছে মহাকাশযান ‘স্লিম’। যদিও অবতরণের সময় কিছু খানিক গোলযোগ হয়। প্রথমের দিকে সূর্যের আলোয় কাজ করতে পারছিল না স্লিমের যন্ত্রপাতিগুলি। সমস্যা সমাধানে ক্রমাগত চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা। তবে কাজের কাজ হচ্ছিল না। তবে সূর্যের আলোর অভিমুখ পরিবর্তনের পর দুই দিনের জন্য সক্রিয় হয়ে ওঠে স্লিম। ওই দুই দিন বেশ কিছু প্রয়োজনীয় বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালায়। এরপর অবশ্য চাঁদের অন্ধকার ঘনিয়ে আসে। চাঁদের বুকে রাত নামতেই ঘুমিয়ে পড়ে স্লিম।

কিন্তু এদিন আচমকাই গভীর ঘুম থেকে উঠে JAXA-র সঙ্গে যোগাযোগ স্থাপন করে SLIM। এদিন ঘুম থেকে জেগে ওঠার পর, স্লিম নিজের উচ্চ প্রযুক্তির ক্যামেরা দিয়ে চাঁদের মাটির পরীক্ষা ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করতে থাকে। এই ল্যান্ডারটিকে কিন্তু চন্দ্র রাত বা লুনার নাইটের জন্য প্রস্তুত করা হয়নি। জাপানের মহাকাশ বিজ্ঞানীরা চেয়েছিলেন স্লিম দিনের আলোতেই যা পরীক্ষা করার করুক। কিন্তু চাঁদে গিয়ে নিজের ‘খেল’ দেখাচ্ছে স্লিম।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version