Thursday, November 13, 2025

ঝিলমের ছাড়া জলে পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতির আশঙ্কা!

Date:

বিপাকে পাকিস্তান, ঝিলমের ছাড়া জলে পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে (PoK Flood Alert)। পহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। ওই চুক্তি অনুযায়ী, পূর্বের তিন নদী ইরাবতী, বিপাশা এবং শতদ্রুর পূর্ণ নিয়ন্ত্রণ ভারতের হাতে। পশ্চিমের তিন নদী, সিন্ধু, ঝিলম এবং চন্দ্রভাগার উৎস ভারত হলেও, তার উপর পাকিস্তানের অধিকার কার্যকর হয়। এই আবহে ঝিলমের জল ছাড়ার (Jhelum water release) ফলে পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতির উদ্রেক হয়েছে। বলা হচ্ছে, অনন্তনাগ থেকে জল পাক অধিকৃত চাকোঠিতে জলের স্তর বেড়ে গিয়েছে। এই ঘটনায় জলচুক্তি লঙ্ঘনের জন্য ইসলামাবাদ ভারতের দিকে আঙুল তুলেছে।

সূত্রের খবর, মুজফফরাবাদের কাছে আচমকাই ঝিলমের জলস্তর বেড়ে গিয়েছে। ৪০ কিলোমিটার দূরত্বে অবস্থিত হাত্তিয়ান বালাতে জল নিয়ে জরুরি অবস্থাও জারি করা হয়েছে। বন্যার ঝুঁকির কথা মাথায় রেখে মসজিদ থেকেও ঘোষণা করে সতর্ক করা হয়েছে স্থানীয়দের। ঝিলম নদীর পাড়ে বহু মানুষ বাস করেন। এভাবে জল স্তর বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কায় সম্পত্তিহানির ভয় পাচ্ছেন স্থানীয়রা। না জানিয়ে জল ছাড়ার অভিযোগে ভারতকে নিশানা করছে পাক প্রশাসন।যদিও নয়া দিল্লির তরফে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version