Sunday, August 24, 2025

খেলতে গিয়ে হে.নস্থার শি.কার অভিনেতা বিশ্বনাথের দুই ছেলে! হাত মু.চড়ে দিল প্রতিবেশী, অভিযোগ দায়ের থানায়

Date:

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু। এবার অভিনেতার দুই পুত্রকে হেনস্থার সাক্ষী হতে হল শহর কলকাতায়। অভিনেতা বিশ্বনাথের পুত্রের সঙ্গে অভব্য আচরণ এবং শারীরিক হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবেশীর হুকুম, প্রস্রাব চেটে পরিষ্কার করতে হবে। এমনকি, ছেলেকে নিয়ে হাসপাতালে ছুটতে হয় অভিনেতাকে। কিন্তু কেন এমনটা ঘটল?
বিশ্বনাথ-দেবিকার ছোট ছেলে হিমায়ন বসুর বয়স ৮ বছর, বড় ছেলে বিশ্বায়ন বসু ১৩ বছরের। জানা গিয়েছে, তাঁদের বাড়ির সামনের একটি মাঠে খেলা করছিল দুই শিশু। ছোট ছেলের হঠাৎ বাথরুম যাওয়ার প্রয়োজন পড়লে সে কাছেই একটি ফ্ল্যাটবাড়িতে যায়। নীচে যে ছাদের জল পড়ার নালি রয়েছে, সেখানে টয়লেট করে। তখনই পাশের বাড়ির একজন এসে হিমায়নের হাত মুচড়ে ধরে। এবং বার বার বলতে থাকে প্রস্রাব চাটতে বলে। হুমকি দিতে থাকে। প্রস্রাব চেটে পরিস্কার কর। অভিনেতার বড় ছেলে অনুযোগ করে বলে, কাকু আমি ধুয়ে দেব। তাও ওই ব্যক্তি ছেলের হাত ছাড়েনি। হাত মুচড়ে দেয় ওই ব্যক্তি।

বিশ্বনাথের আরও অভিযোগ, এটাই প্রথম নয়, এর আগেও বহুবার ওই ব্যাক্তি হেনস্থা করেছে তাঁর দুই বালকপুত্রকে। এই ঘটনার পর পাড়ার লোকেরা এগিয়ে এসে প্রতিবাদ করেন। হাত মুচড়ে দেওয়ায় রাত্রি থেকে যন্ত্রণা শুরু হয় হিমায়নের। শেষে বেসরকারি এক হাসপাতালে নিয়ে গিয়ে এক্স রে করানো হলে বোঝা যায়, হাড়ের অবস্থান ঘুরে গিয়েছে। হাতে ব্যান্ডেজ নিয়েই সোমবার পরীক্ষা দিতে যায় হিমায়ন। বিশ্বনাথ বলেন,‘‘গোটা ঘটনাটা কল্পনাতীত। এই ঘটনায় ও স্তব্ধ হয়ে গিয়েছে। আসলে ছোট তো, ভুলতে সময় লাগবে। যদিও সো‌মবার হাতে ব্যান্ডেজ বেঁধেই গিয়েছে পরীক্ষা দিতে।’’ তাই এবার বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করেছেন তিনি। বিশ্বনাথ জানান, সোমবার সন্ধ্যায় গড়ফা থানায় এফআইআর করেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে।

আরও পড়ুন- বিজেপির ‘খালিস্তানি’ মন্তব্যে মুখ্যসচিবকে স্মারকলিরি শিখ প্রতিনিধি দলের

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version