Sunday, November 9, 2025

“নির্বাচনী বন্ড একটি কেলেঙ্কারি”, সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়ে দাবি অমর্ত্য সেনের

Date:

লোকসভা ভোটের মুখে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সম্প্রতি নির্বাচনী বন্ড বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। রাজনৈতিক দলগুলিকে বিশেষ অনুদান দেওয়ার প্রকল্পটিকে বাতিলের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। মোদি সরকারের এই নির্বাচনী বন্ডকে কেলেঙ্কারি বলেও চিহ্নিত করেছেন অমর্ত্য সেন।

সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, “নির্বাচনী বন্ড একটি কেলেঙ্কারি ছিল। তা বাতিল হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আশা করি, নির্বাচনের সময় মানুষের পারস্পরিক সমর্থনে আরও বেশি স্বচ্ছতা আসবে।”

গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড মামলার শুনানিতে গোটা বিষয়টিকে ‘অসাংবিধানিক এবং বাতিল’ বলে ঘোষণা করে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। স্বচ্ছতার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেওয়া হয় এসবিআই ও নির্বাচন কমিশনকে। ২৩২ পাতার রায়ে বলা হয়েছে, এসবিআই আর কোনও নির্বাচনী বন্ড বিক্রি করতে পারবে না। ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে এখনও পর্যন্ত বিক্রি হওয়া নির্বাচনী বন্ড সম্পর্কিত বিস্তারিত তথ্য আগামী ৬ মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। এই প্রসঙ্গে অমর্ত্য সেন জানান, ভারতের রাজনৈতিক ব্যবস্থা দলীয় রাজনীতির দ্বারা প্রভাবিত। এরফলে সাধারণ মানুষ কী চাইছেন, তা বোঝা কঠিন হয়ে পড়ছে। বিরোধী দলগুলির প্রতি সরকার কী ধরনের মনোভাব পোষণ করে, তার মধ্যে দিয়েও দেশের নির্বাচনী ব্যবস্থা প্রভাবিত হয়। বিরোধীদের প্রতি সরকারের নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা নির্বাচন ব্যবস্থার উপর প্রভাব ফেলে।

তিনি বলেছেন, “আমরা নাগরিকদের মতামত ও কাজের স্বাধীনতার পাশাপাশি যতটা সম্ভব একটি অবাধ নির্বাচনী ব্যবস্থা চাই। ভারতীয় সংবিধানে সমস্ত নাগরিকদের সার্বিক রাজনৈতিক স্বাধীনতার পরিসর দিতে চেয়েছে। কোনও একটি বিশেষ গোষ্ঠীর বিশেষ সুবিধা থাকুক, তা কখনওই চাওয়া হয়নি।”


Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version