আজ উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, কর্নাটকে রাজ্যসভা নির্বাচন

আজ উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, কর্নাটকে রাজ্যসভার নির্বাচন। অখিলেশ যাদব (Akhilesh Yadav) বনাম আদিত্যনাথ সরকার- জিতবে কে? ইতিমধ্যেই অঙ্ক কষা শুরু হয়ে গেছে। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে এটাই কি ‘ইন্ডিয়া’ (INDIA allience) জোটের শক্তি পরীক্ষা? প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। আজ ভোটগ্রহণের পরেই শুরু হবে গণনা।

উত্তরপ্রদেশে রাজ্যসভার ১০টি আসনে নির্বাচন আজ।বতর্মানে ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় চারটি আসন খালি। ভোট দেবেন ৩৯৯ জন বিধায়ক। রাজ্যসভায় এক জন প্রার্থীকে জিততে পেতে হবে ৩৭টি ভোট। আট প্রার্থীকে জেতাতে বিজেপির প্রয়োজন ২৯৬টি ভোট।অন্যদিকে তিন প্রার্থীকে জেতাতে অখিলেশ যাদবের দলের প্রয়োজন প্রয়োজন ১১১টি ভোট।

কংগ্রেস শাসিত হিমাচলের একটি আসনেও ক্রস ভোটিংয়ের আশায় প্রার্থী দিয়েছে বিজেপি। কর্নাটকে পরিষদীয় অঙ্ক বলছে চারটি আসনের মধ্যে কংগ্রেসের তিনটি এবং প্রধান বিরোধী দল বিজেপির একটিতে জেতার সম্ভাবনা রয়েছে। কিন্তু আর এক বিরোধী দল জেডিএসের সঙ্গে জোট বেঁধে দু’টি আসনে লড়তে নেমেছে পদ্মশিবির। শেষ হাসি কার সেটাই দেখার।