Monday, August 25, 2025

Kunal Ghosh: নির্মলার ভিত্তিহীন অভি.যোগের জবাবে ধুয়ে দিলেন কুণাল

Date:

নিজের ঘর দুর্নীতির আখড়া। অথচ কেন্দ্রীয় বিজেপির নেতা-মন্ত্রীরা আদাজল খেয়ে বাংলার বদনাম করতেই ব্যস্ত। সন্দেশখালি ইস্যুতে বাংলার নামে কুৎসা রটানোয় এই ভাষাতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে (Nirmala Sitaraman) ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বাংলার আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নাকগলানো নিয়ে কুণালের বক্তব্য, কলকাতা হাইকোর্টের (Calcutta Hight Court) স্থগিতাদেশের জন্যই এতদিন হাত-পা বাঁধা ছিল রাজ্য পুলিশের। এখন আদালতের তরফে কোনও জটিলতা নেই। সন্দেশখালি নিয়ে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পুলিশ। প্রশাসন বলে দিয়েছে, সাতদিনের মধ্যেই গ্রেফতার হবেন মূল অভিযুক্ত শেখ শাহজাহান। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, দেখতে থাকুন।

মঙ্গলবার কলকাতায় এসে সন্দেশখালি নিয়ে পুলিশ ও সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিজেপির এই মিথ্যাচার ও ভিত্তিহীন অভিযোগের পাল্টা দিয়ে তৃণমূল মুখপাত্রের প্রশ্ন, বাংলার আইনশৃঙ্খলা নিয়ে কীসের ভিত্তিতে অভিযোগ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? দেশের ব্যাঙ্কগুলিকে লুঠে যে ডাকাতরা দেশ ছেড়ে পালিয়েছে, তাঁদের ধরতে পারছেন না কেন? নাকি বিজেপির বন্ধু বলে তাঁদের ধরছেন না? তাঁদের ফিরিয়ে আনার জন্য আপনারা কী করেছেন? আপনারা তো সেইসব ব্যাঙ্ক জালিয়াতদের নিরাপত্তা দিয়েছেন। ওই ডাকাতদের দেশে ফিরিয়ে আনার জন্য বিজেপি সরকার এতদিনেও কোনও পদক্ষেপ নেয়নি। সীতারমনকে কুণালের সাফ পরামর্শ, আগে নিজের দায়িত্ব পালন করুন, তারপর বাংলার নামে কুৎসা রটাবেন কি না, সে বিষয়ে ভাববেন।

আরও পড়ুন- সন্দেশখালিতে জমি ফেরত পেলেন ২৩৯ জন

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version