Wednesday, August 27, 2025

সন্দেশখালিতে যাই হোক না কেন সন্দেশখালির মানুষ কিন্তু বুঝতে পারছেন যে এই সরকার সংবেদনশীল সরকার। যদি কোথাও কোনও ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধনের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।এদিন শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে কুণাল বলেন, পুলিশই পারে শাহজাহানকে ধরে আনতে। সেই প্রক্রিয়া চলছে। আমরা দলের তরফ থেকে পুলিশ প্রশাসনের উপর পূর্ণ আস্থা রাখছি। আদালত যখন পুলিশকে অনুমতি দিয়েছে তখন যত তাড়াতাড়ি সম্ভব শাহজাহান গ্রেফতার হবে। তার স্পষ্ট কথা, যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল সেটা মেটাতে নিবিড় জনসংযোগের ব্যবস্থা করেছে সরকার। কখনও দলের তরফ থেকে, কখনও মন্ত্রীরা গিয়ে, কখনও ‘দুয়ারে সরকার’, কখনও ‘দিদিকে বল’ কর্মসূচির মাধ্যমে নানান ভাবে গ্রামবাসীদের অভিযোগ শুনে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এর পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন, সে প্রসঙ্গে কুণাল বলেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে বলবো আপনি নিজের চরকায় তেল দিন। সন্দেশখালি নিয়ে চিঠি দিয়েছেন। তিনি কী জানেন সন্দেশখালি সম্পর্কে? কত মানুষ উপকৃত হয়েছেন জানেন? যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। উত্তরপ্রদেশে, প্রয়াগরাজে যখন ঘটনা ঘটে তখন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী চিঠি লিখতে পারেন না, প্রশ্ন কুণালের। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন দলিতদের ওপর, আদিবাসীদের উপর অত্যাচার হয় তখন চিঠি লিখতে পারেন না? যখন মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন আপনারা কোথায় থাকেন? বছর পার অথচ মণিপুর এখনও অশান্ত, তখন চিঠি লিখতে পারেন না?

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version