Thursday, August 21, 2025

লোকসভা ভোটের আগে দেশের প্রায় সব বিজেপি বিরোধী দলের নেতাদের হয়রানির নজির রাখছে বিজেপি শাসিত কেন্দ্রীয় এজেন্সিগুলি। এবার লক্ষ্য উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদব। রাজ্যসভার ভোটে উত্তরপ্রদেশে বিজেপিকে চাপে ফেলে দেওয়ার পরদিনই অখিলেশকে নোটিশ ধরালো সিবিআই। ২০১২-১৬ মধ্যবর্তী সময়ে খনির টেন্ডার সংক্রান্ত একটি মামলায় সাক্ষী হিসাবে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তলব করল সিবিআই। এতদিন ধরে এই মামলার তদন্ত চললেও লোকসভা ভোটের আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলবের বিষয়টিকে রাজনৈতিক চক্রান্ত বলেই দাবি করছে বিরোধীরা।

মঙ্গলবার রাজ্যসভার সাংসদ নির্বাচনের সময় ক্রস ভোটিংয়ের ঘটনায় অখিলেশ দাবি করেছিলেন বিজেপি সরকারের ভয় দেখানোর কাছে নতিস্বীকার করে সমাজবাদী পার্টির বিধায়করা। তারপরেও ২টি আসনে জয়ী হয় অখিলেশের প্রার্থীরা। এই পরিস্থিতিতে অখিলেশ যাদবকে কোণঠাসা করতে ফের কেন্দ্রীয় এজেন্সিকে এগিয়ে দিয়ে প্রতিহিংসা পরায়ণ বিজেপি সরকার।

অখিলেশ মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি কর্মীরা ঘুষের বিনিময়ে খনির টেন্ডার রিনিউ করে দেন। এমনকি গ্রিন ট্রাইবুনালের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই রিনিউ হয়েছিল বলে এলাহাবাদ হাইকোর্টে চলা মামলায় দাবি করা হয়েছে। সেই তদন্তে সিবিআই দাবি করে শিল্পমন্ত্রীর পদেও সেই সময়ে ছিলেন অখিলেশ। সেই সূত্রেই ২৯ ফেব্রুয়ারি অখিলেশকে ডাকার দাবি সিবিআই-এর। তবে এত বছর পুরোনো তদন্তে এই লোকসভা ভোটের আগেই কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলব তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version