Saturday, May 3, 2025

বরাবরই সংস্কৃতি প্রিয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারই এক ঝলক দেখা গেল বুধবার, বাঁকুড়ার (Bankura) খাতড়ার জনসভায়। প্রশাসনিক সভায় পরিষেবা প্রদানের শেষে বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী। তার পরেই তাঁর নির্দেশ মঞ্চে আনা হয় ধামসা। নিজের হাতে লাঠি তুলে নেন মমতা। রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী মন্ত্রী ইন্দ্রনীল সেন গাইলেন “ধিতাং ধাতাং বোলে”। মঞ্চে তখন এক অনন্য দৃশ্য।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “জাতীয় সঙ্গীত হওয়ার আগে আমি ইন্দ্রনীল সেনকে (Indranil Sen) বলব ধামসা-মাদল বাজবে কিন্তু। যাঁদের কাছে ধামসা মাদল আছে এটা তালের গান একটা ধামসা আমার কাছেও নিয়ে আসতে পার। ইন্দ্রনীল গান গাইবে, ওঁর গানের তালে আমিও ধামসা বাজাব।“ তিনি বলেন, “একটা ধামসা দুটো লাঠি, এটা আমার প্রাণের মাটি, এটাই সোনার চেয়ে খাঁটি“।

ইন্দ্রনীলকে “ধিতাং ধাতাং বোলে” গানটি গাইতে বলেন মুখ্যমন্ত্রী। এরপরেই উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “এই গানটি যাঁরা জানেন তাঁরা তালে তাল মেলাবেন।“ তাঁর নির্দেশে মঞ্চে আসে একটি ধামসা। দুটো লাঠিও চেয়ে নেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তালও বলে দেন তিনি। এরপরই গানের তালে বেজে ওঠে ধামসা মাদল। মঞ্চে আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান প্রতিমন্ত্রী জোৎসনা মান্ডি। এরপরে মমতা নিজে এসে সেই নাচের তালে পা মেলান। সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ায় বাংলার মুখ্যমন্ত্রীর এভাবে মিশে যাওয়ায় আপ্লুত বাঁকুড়া।



Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version