Wednesday, August 13, 2025

হাই-প্রোফাইল বিয়ে বলে কথা, তাই অনুষ্ঠানের প্রতিটি খুঁটিনাটি শুরু থেকেই শিরোনামে। কথা হচ্ছে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রি – ওয়েডিং সেরেমনি (Pre Wedding ceremony of Anant Ambani & Radhika Merchant)নিয়ে। দেশ বিদেশ থেকে ইতিমধ্যেই বিশিষ্টরা আসতে শুরু করেছেন বলে খবর। জামনগরের (Jamnagar)নাভানিয়া গ্রামে অনন্ত আম্বানি পৌঁছতেই তাঁকে ঘিরে উৎসব শুরু করেন গ্রামবাসীরা। পাত্রকে আরতি করে বরণ করে নেওয়া হয়। মুকেশ – নীতার ঘনিষ্ঠরা একে একে আম্বানিদের বাগান বাড়িতে পৌঁছে গেছেন। মার্চের ১-৩ চলবে অনুষ্ঠান। বৃহস্পতিবার বেশ কয়েকজন বিদেশি অতিথি আসবেন বলে জানা যাচ্ছে। বুধবারেই জামনগরে পৌঁছে গেছেন বলিউডের ভাইজান সলমন খান।

রীতি মেনে নাভানিয়া গ্রামে ৫১ হাজার গ্রামবাসীকে অন্য সেবা করে রিলায়েন্স পরিবার। ইতিমধ্যেই পাত্র পাত্রীর বাড়ির সদস্যরাও প্রি ওয়েডিং ভেন্যুতে পৌঁছে গেছে বলে খবর।রিলায়েন্স কর্তার ছোট ছেলের বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা প্রায় হাজার খানেক। অনুষ্ঠানে উপস্থিতি থাকার কথা ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফ্‌ট প্রতিষ্ঠাতা বিল গেটস, ওয়াল্ট ডিজ়নির সিইও বব আইগার, মর্গান স্ট্যানলির সিইও টেড পিকসহ বহু বিদেশ সংস্থার শীর্ষকর্তারা। একই সঙ্গে দেশের ক্রীড়া তারকা, বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরাও অতিথি হয়ে আসবেন ওই অনুষ্ঠানে। প্রায় ২৫০০ পদ থাকছে মেনুতে। প্রি-ওয়েডিং জন্য ইন্দোরের প্রায় ২১ জন শেফের একটি বিশেষ দল প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে ইন্দোরি খাবারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পার্সি, থাই, মেক্সিকান, জাপানিজ খাবারও রাখা হয়েছে।২০২৩ সালের জানুয়ারি মাসে বাগদান অনুষ্ঠান হয় অনন্ত ও রাধিকার। এরপর থেকে রিলায়েন্সের সব অনুষ্ঠানেই দেখা গিয়েছে রাধিকা মার্চেন্টকে। মার্চে প্রাক বিবাহ সেরে জুলাই মাসের ১২ তারিখ মুম্বইতে রাজকীয় অনুষ্ঠান করে সাতপাকে ঘুরবেন যুগলে। ইতিমধ্যে আম্বানিদের জামনগরের বাসভবন আলোয় সেজে উঠেছে। এখন অপেক্ষা মূল অনুষ্ঠান লগ্নের।


Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version