Sunday, May 4, 2025

লোকসভা ভোট (Loksabha Election) যত এগিয়ে আসছে বিজেপির (BJP) রাজনৈতিক দেউলিয়াপনার ছবি আরও প্রকট হচ্ছে। বুধবার বিজেপির গোষ্ঠী সংঘর্ষে ফের অশান্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার (Mandirbazar)। বুধবার ভোরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা এমন পর্যায়ে পৌঁছয় যে বোমাবাজি থেকে গুলি ছোঁড়া বাদ যায়নি কিছুই। স্থানীয় সূত্রে খবর, এদিন বিজেপি সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে বিজেপির অপর এক গোষ্ঠী। ওঠে গুলি চালনোর অভিযোগও। দুর্ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। আর এরপরই বিজেপি সমর্থকরা বিনা কারণে তাঁদের উপর দায় চাপিয়ে পাল্টা স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা করে। যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে। তৃণমূল সমর্থকদের অভিযোগ, ইচ্ছে করে লোকসভা ভোটের আগে রাজ্যকে অশান্ত করতে চাইছে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের গল্প সামনে আসতেই তৃণমূল (TMC) সমর্থকদের উপর হামলা চালায় তারা।

গত বছরের ডিসেম্বরেই পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগণার মন্দিরবাজার। পরে পুলিশি হস্তক্ষেপে সেই পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও বুধবার সকাল থেকে ফের অশান্ত হয়ে ওঠে মন্দিরবাজার। এদিন ভোররাতে ফের বোমার আওয়াজে কেঁপে ওঠে গ্রাম। তৃণমূলের অভিযোগ বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা। তবে এদিন গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দুই যুবক আহত হয়েছেন বলে খবর। তাঁদের ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আহত দুই যুবকের নাম এরাদ আলি মোল্লা এবং সায়রাজ মোল্লা। সায়রাজের শরীরে গুলি লাগে বলে জানা গিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

 

 

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version