Tuesday, November 4, 2025

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে ফের অশান্ত মন্দিরবাজার! গুলিবিদ্ধ ১

Date:

লোকসভা ভোট (Loksabha Election) যত এগিয়ে আসছে বিজেপির (BJP) রাজনৈতিক দেউলিয়াপনার ছবি আরও প্রকট হচ্ছে। বুধবার বিজেপির গোষ্ঠী সংঘর্ষে ফের অশান্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার (Mandirbazar)। বুধবার ভোরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা এমন পর্যায়ে পৌঁছয় যে বোমাবাজি থেকে গুলি ছোঁড়া বাদ যায়নি কিছুই। স্থানীয় সূত্রে খবর, এদিন বিজেপি সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে বিজেপির অপর এক গোষ্ঠী। ওঠে গুলি চালনোর অভিযোগও। দুর্ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। আর এরপরই বিজেপি সমর্থকরা বিনা কারণে তাঁদের উপর দায় চাপিয়ে পাল্টা স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা করে। যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে। তৃণমূল সমর্থকদের অভিযোগ, ইচ্ছে করে লোকসভা ভোটের আগে রাজ্যকে অশান্ত করতে চাইছে বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বের গল্প সামনে আসতেই তৃণমূল (TMC) সমর্থকদের উপর হামলা চালায় তারা।

গত বছরের ডিসেম্বরেই পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগণার মন্দিরবাজার। পরে পুলিশি হস্তক্ষেপে সেই পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও বুধবার সকাল থেকে ফের অশান্ত হয়ে ওঠে মন্দিরবাজার। এদিন ভোররাতে ফের বোমার আওয়াজে কেঁপে ওঠে গ্রাম। তৃণমূলের অভিযোগ বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা। তবে এদিন গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দুই যুবক আহত হয়েছেন বলে খবর। তাঁদের ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আহত দুই যুবকের নাম এরাদ আলি মোল্লা এবং সায়রাজ মোল্লা। সায়রাজের শরীরে গুলি লাগে বলে জানা গিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

 

 

 

Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version