Wednesday, November 12, 2025

সিপিএম থেকে শুভেন্দুই তৃণমূলে এনেছিল শাহজাহানকে!ছবি প্রসঙ্গে খোঁচা কুণালের

Date:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরই নড়েচড়ে বসে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়, সন্দেশখালির শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোনও বাধা নেই রাজ্য পুলিশের। এরপর শাসকদল তৃণমূলের তরফে দাবি করা হয় সাত দিনের মধ্যে পুলিশের হাতে গ্রেফতার হবে শাহজাহান।

এদিকে বুধবার তৃণমূলের সেই বক্তব্যকে হাতিয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ইতিমধ্যে পুলিশের নিরাপদে হেফাজতে রয়েছেন সন্দেশখালির শেখ শাহজাহান। পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, “এতই যখন জ্ঞান, তাহলে শুভেন্দুই বলে দিন ঠিক কোথায় রাখা হয়েছে শাহজাহানকে।”

বুধবার শুভেন্দু এক্স হ্যান্ডলে দাবি করেন, “সন্দেশখালির স্কাউন্ড্রেল শেখ শাহজাহান গতকাল রাত ১২টা থেকে মমতার পুলিসের হেফাজতে রয়েছেন। তাকে বারমাজুর – ২ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়, যখন তিনি প্রভাবশালী মধ্যস্থতাকারীদের মাধ্যমে মমতার পুলিসের সঙ্গে একটি চুক্তিতে সমঝোতা করতে সক্ষম হন যে, পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তার যথাযথ যত্ন নেওয়া হবে। কারাগারে থাকাকালীন তাকে ফাইভ স্টার সুবিধা দেওয়া হবে এবং একটি মোবাইল ফোনের অ্যাক্সেস থাকবে, যার মাধ্যমে তিনি কার্যত তোলামুল পার্টিকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। এমনকি উডবার্ন ওয়ার্ডের একটি বিছানা তার জন্য প্রস্তুত এবং খালি রাখা হবে যদি তিনি সেখানে কিছু সময় কাটাতে চান।”

এরপরই আসরে নামে তৃণমূল। শুভেন্দুকে মোক্ষম জবাব দিয়ে কুণাল ঘোষ বলেন, “আরে ওর সঙ্গেই তো শাহজাহানের ছবি আছে। যত দিন সিপিএমে ছিল, সিপিএমে ছিল। পরে শুভেন্দুরাই তো ওকে তৃণমূলে এনেছিল। শুভেন্দুদের সঙ্গে দহরম-মহরম। শুভেন্দু এখন বলে দিক ঠিক কোথায় রয়েছে।”

 

 

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version