Saturday, August 23, 2025

সিঙ্গুর-নন্দীগ্রামের তুলনা টেনে ভুল করবেন না! নাম না করে সন্দেশখালি নিয়ে তোপ মমতার

Date:

সিঙ্গুর হল সিঙ্গুর, নন্দীগ্রাম হল নন্দীগ্রাম, এক এক জায়গার এক একটা জায়গার আলাদা আলাদা চেহারা। একটার সঙ্গে আর একটার তুলনা করে অশান্তি বাঁধিয়ে দিয়ে ভুল করবেন না। বুধবার, বাঁকুড়ায় পরিষেবা প্রদান মঞ্চ থেকে সন্দেশখালির (Sandeshkhali) নাম না করে বিরোধীদের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোথাও রক্ত ঝরুক আমি চাই না- বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের।

গত ৮ ফেব্রুয়ারি থেকে সন্দেশখালিতে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে। রাজ্য পুলিশ-প্রশাসন অত্যন্ত ধৈর্য্য সহকারে পরিস্থিতির মোকাবিলা করেছে। কিন্তু বাইরের বিশেষ ককে বিরোধীর উস্কানিতে গোলমাল থেমেও থামছে না। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তার মধ্যে অনেককেই গ্রেফতার করা হয়েছে। শাসকদলের অভিযুক্ত নেতাদের সাসপেন্ড বা পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্দেশখালিতে শান্তি ফিরতে দিচ্ছে না রাম-বাম কেউ। এরই মধ্যে কিছু মানুষ সন্দেশখালির (Sandeshkhali) সঙ্গে সিঙ্গুর-নন্দীগ্রামের জমি আন্দোলনের তুলনা টানছেন। এদিন মঞ্চ থেকে এর তীব্র বিরোধিতা করেন মমতা। তাঁর কথায়, “সিঙ্গুর হল সিঙ্গুর, নন্দীগ্রাম হল নন্দীগ্রাম, এক এক জায়গার এক একটা জায়গার আলাদা আলাদা চেহারা মনে রাখবেন, একটার সঙ্গে আর একটার তুলনা করে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভুল করবেন না। কোথাও রক্ত ঝরুক আমি চাই না। কোথাও অত্যাচার হোক চাই না।“

একই সঙ্গে বিরোধীদের তুলোধনা করে মমতা বলেন, “যারা যারা বড় কথা বলে বেড়াচ্ছে, খুলব ভান্ডার? ভান্ডারে কিন্তু অনেক কিছু জমা আছে। ভান্ডার যখন খুলব তখন বুঝতে পারবেন কোনটা ভুল কোনটা ঠিক।“

একই সঙ্গে তিনি যে কোনও অন্যায়কে প্রশ্রয় দেন না সেটাও স্পষ্ট করে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, “আমি জ্ঞানত কোনও ভুলকে প্রশ্রয় দিই না। অজান্তে কিছু হয়ে থাকলে সেটাও সমর্থন করি না। যখন জানতে পারি সবরকম সাহায্য করি।“



Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version