শাহজাহান গ্রেফতারির পর সন্দেশখালিতে নতুন করে ১৪৪ ধারা!

আজ বেলা ১২টা নাগাদ অভিযুক্তকে কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে রাজ্য পুলিশ বলেই মনে করা হচ্ছে।

গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। আজ ভোররাতে মিনাখাঁর বামনপুকুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বসিরহাট কোর্ট(Basirhat Court) লকআপে নিয়ে যায় রাজ্য পুলিশ (West Bengal police)। কিছুক্ষণের মধ্যেই শাহজাহানকে কোর্টে পেশ করা হবে। তবে নতুন করে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কথা মাথায় রেখে এবার সন্দেশখালিতে (Sandeshkhali) আজ থেকেই ১৪৪ ধারা জারি করল প্রশাসন।

আগামী ৩ মার্চ পর্যন্ত সন্দেশখালির আটটি গ্রাম পঞ্চায়েতের ২৩ টি জায়গায় ১৪৪ ধারা বজায় থাকবে বলে প্রশাসনিক তরকে মাইকিং করে জানানো হয়েছে। শাহজাহান গ্রেফতারির পরে আজ সকালে বেশ কিছু জায়গায় জমায়েতের খবর পায় পুলিশ। পাশাপাশি বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও শান্ত সন্দেশখালিকে উত্তপ্ত করতে আজ সেখানে যাবেন বলে খবর। কিন্তু এই অবস্থায় কোনভাবেই অশান্তি যাতে না ছড়ায় সেই কারণে সদর্থক পদক্ষেপ প্রশাসনের। সূত্রের খবর ত্রিমনি, পাত্র পাড়া, খুলনা ঘাট, সন্দেশখালি বাজার সহ মোট ২৩ টি জায়গায় সকাল থেকে ১৪৪ ধারা জারি করা হলো। শাহজাহান গ্রেফতার হওয়ায় খুশি সন্দেশখালি। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) নিজেও পুলিশ প্রশাসনের ভূমিকায় যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন। আজ বেলা ১২টা নাগাদ অভিযুক্তকে কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে রাজ্য পুলিশ বলেই মনে করা হচ্ছে।

Previous articleঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, আবহাওয়া বদলের ইঙ্গিত দিল হাওয়া অফিস 
Next articleএটাই গণতন্ত্র, বাংলায় আইনের শাসন রয়েছে! শাহজাহানের গ্রেফতারির মন্তব্য রাজ্যপালের