আগামী ৭৫ দিন, অর্থাৎ প্রায় আড়াই মাস বন্ধ থাকবে কলকাতার (Kolkata) একটি গুরুত্বপূর্ণ রাস্তা। আগামিকাল, শুক্রবার বিকেল থেকে চিংড়িঘাটা উড়ালপুল (Chingrighata Flyover) থেকে সল্টলেক গামী যানচলাচল বন্ধ থাকছে টানা ৭৫ দিন। মেট্রো রেলের কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে ই এম বাইপাস সেক্টর ফাইভে যাওয়ার এই ব্যস্ততম রাস্তা।
গড়িয়া থেকে এয়ারপোর্ট ভায়া রাজারহাট যোগ হচ্ছে মেট্রো রেল দিয়ে। ওই লাইনে ইতিমধ্যেই রুবি পর্যন্ত মহড়া হয়ে গিয়েছে। এবার তৈরি হচ্ছে বাকিটা। চিংড়িঘাটায় তৈরি হচ্ছে স্টেশন। চিংড়িঘাটা উড়ালপুল থেকে সল্টলেকের দিকে বেঁকেই ফ্লাইওভার যেখানে শেষ হচ্ছে সেখানেই কাজ চলছে মেট্রো স্টেশনের জন্য। ফলে এই আড়াই মাস বিকল্প রাস্তা দিয়েই যান চলাচল করতে হবে।