Sunday, August 24, 2025

ডো.পিং-এর অভিযোগে নি.র্বাসিত ফ্রান্সের ফুটবলার পল পোগবা

Date:

বিশ্ব ফুটবলে বিস্ফোরন। ডোপিং-এর অভিযোগে নির্বাসিত ফ্রান্সের ফুটবলার পল পোগবা। চার বছরের জন্য নির্বাসিত তিনি। এমনটাই খবর ইতালির এক সংবাদমাধ্যমের। এই মুহুর্তে ক্লাব ফুটবলে জুভেন্তাসের হয়ে খেলেন পোগবা। ডোপিং-এর অভিযোগে আগামী চার বছর আর কোনও ধরনের পেশাদার ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না তিনি । ইতালির অ্যান্টি ডোপিং আদালত এই সিদ্ধান্ত জানিয়েছে। যদিও পোগবার কাছে সুযোগ রয়েছে সুইস কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার। সেখানে তিনি তাঁর শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারেন।

পোগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠে গত বছরের শেষের দিকে। গত ২০ আগস্ট জুভেন্টাস বনাম উদিনেসে ম্যাচের পর তাঁর ডোপ পরীক্ষা করা হয়। যদিও সেই ম্যাচে না খেললেও রিজার্ভ বেঞ্চে ছিলেন পোগবা। তবু ডোপ পরীক্ষায় তাঁর নমুনায় অতিরিক্ত মাত্রায় টেস্টোস্টেরন পাওয়া গিয়েছিল। তখনই তাঁকে প্রাথমিক নির্বাসনে পাঠানো হয়। অক্টোবরে তাঁর দ্বিতীয় একটি নমুনার ফলও ‘পজিটিভ’ আসে। এর পরেই পোগবার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। যদিও পোগবা ডোপিংয়ের অভিযোগ অস্বীকার করেন। ডোপিং-এর অভিযোগের বিরুদ্ধে আবেদন করেন। ফলে আবার নমুনা পরীক্ষা করা হয় পোগবার। সেখানেও তাঁর ফলাফল ‘পজিটিভ’ আসে।যদিও এই নিয়ে এখনও মন্তব্য করেনি পোগবার ক্লাব জুভেন্তাস। তবে জানা যাচ্ছে, খুব শীঘ্রই পোগবাকে বাদ দেওয়া হবে।

২০২২ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন পোগবা। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন ২০১৮ সালে।

আরও পড়ুন- কেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ শ্রেয়স-ঈশান? সামনে এল কারণ

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version