Monday, August 25, 2025

কেন্দ্রের খামখেয়ালিপনায় শিকেয় শিক্ষা! কেন্দ্রীয় বাহিনীর জন্য বন্ধ স্কুল, ক্ষু.ব্ধ শিক্ষক মহল

Date:

কেন্দ্রের যত নিপীড়ন বাংলায়! ভোটের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই রাজ্য আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। আর এর জেরেই বন্ধ করা হচ্ছে শহরের বেশ কিছু স্কুল (School)। কেন্দ্রীয় সরকারের এই খামখেয়ালিপনার জেরে ক্ষতি হচ্ছে পড়ুয়াদেরই। এরমধ্যে রয়েছে শহরের অন্যতম নামজাদা স্কুল বেথুন (Bethune Collegiate School)। এই স্কুলে শনিবার থেকে আসছে কেন্দ্রীয় বাহিনী। সিদ্ধান্তে ক্ষুব্ধ স্কুল কর্তৃপক্ষ। কীভাবে পড়ুয়াদের এনে ক্লাস করানো সম্ভব হবে তাই নিয়ে চিন্তার ভাঁজ পরেছে স্কুল (School) কর্তৃপক্ষের কপালে।

বেথুনের প্রধান শিক্ষিকা শর্বরী ভট্টাচার্য জানান, “আমরা শিক্ষা দফতরকে চিঠি দিয়েছি ইতিমধ্যেই। কেন্দ্রীয় বাহিনী আসার জন্য পড়ুয়াদের ক্ষতি হচ্ছে। পঠন পাঠন ব্যাহত হচ্ছে। তবে আমরা চেষ্টা করবো পর্যায়ক্রমে যাতে সব শ্রেণির পড়ুয়াদের ঘুরিয়ে ফিরিয়ে স্কুলে আনা যায় সেই বিষয়টি দেখার।”

পাশাপাশি প্রধান শিক্ষিকা জানান, একাদশ শ্রেণির পরীক্ষা রয়েছে শনিবার। সেটি সুষ্ঠু ভাবে নেওয়া হবে। এছাড়াও ক্লাস করানোর ক্ষেত্রে নবম ও দশম শ্রেণিকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ছুটির বিষয়টি অভিভাবকদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

বাংলার বিজেপি নেতারা দিল্লিতে গিয়ে রাজ্যের বদনাম করে আসছেন। এর জেরে জম্মু-কাশ্মীরের থেকেও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে পশ্চিমবঙ্গে। লোকসভা ভোটের দিন ঘোষণার আগেই এসে পৌঁছাচ্ছে আধা সামরিক বাহিনী জওয়ানরা। আর তাদের থাকার ব্যবস্থা করতেই পঠনপাঠন শিকেয় তোলার বন্দোবস্ত করেছে কেন্দ্রের মোদি সরকার। এতে অত্যন্ত ক্ষুব্ধ শিক্ষক মহল।

আরও পড়ুন- ডো.পিং-এর অভিযোগে নি.র্বাসিত ফ্রান্সের ফুটবলার পল পোগবা

 

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version