Thursday, November 6, 2025

ভোট বড় বালাই! দুদিনের সফরে শুক্রবার বঙ্গে আসছেন মোদি

Date:

ভোট বড় বালাই! আনুষ্ঠানিক ভোট ঘোষণার বহু আগেই ভোটের দামামা বাজিয়ে দিয়ে রাজ্যে লাগাতার সফর শুরু করছেন প্রধানমন্ত্রী। নতুন মাসের শুরুতেই রাজ্যের একাধিক জেলায় লাগাতার সভা করবেন নরেন্দ্র মোদি। সরকারি অনুষ্ঠানের কথা বলা হলেও কর্মসূচির সঙ্গে রাজনৈতিক সভা করারও কর্মসূচি রয়েছে মোদির। সরকারি অনুষ্ঠানের মোড়কে আসলে বিজেপির পোস্টার বয় আসলে ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন বলে রাজনৈতিক মহলের অভিমত। ২০১৯ এর লোকসভা ভোটের আগে একই রকম ভাবে বাংলায় ঘাঁটি গেড়ে পড়েছিলেন মোদি শাহরা। ৪২ এ ৪২ এর দাবিও করেছিলেন। কিন্তু কার্যক্ষেত্রে শূন্য হাতেই ফিরিতে হয়েছিল তাদের। এবারও জনমানসের গতিপ্রকৃতি একই ইঙ্গিত দিচ্ছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুদিনের সফরে রাজ্যে আসছেন মোদি। এদিন ঝাড়খন্ডের সিন্দ্রি থেকে ধানবাদ হয়ে হেলিকপ্টারে তিনি হুগলির আরামবাগে পৌঁছাবেন দুপুরে। সেখানে রেল, বন্দর, তেল পাইপলাইন, এলপিজি সরবরাহ, জল শোধন সহ মোট ৭২০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এরপরে আরামবাগে এক রাজনৈতিক জনসভাতেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে কলকাতার উদ্দ্যেশে রওনা দেবেন তিনি। কাল কলকাতা রাজভবনেই রাত্রিবাস করার কথা প্রধানমন্ত্রীর। পরের দিন নদীয়ার কৃষ্ণনগরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচি রয়েছে তাঁর। কৃষ্ণনগরের সভা শেষে হেলিকপ্টারে পানাগড় বিমানবন্দর গিয়ে সেখান থেকেই বিহারের গয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- উচ্চ মাধ্যমিকের মোবাইল-কাণ্ডে দায়ী ‘অ.সাধু’ শিক্ষাকর্মীরা! ২০২৫-এর পরীক্ষার দিন ঘোষণা করে জানালেন শিক্ষামন্ত্রী

 

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version