Wednesday, August 27, 2025

পঞ্চম টেস্টের আগে ধাক্কা ভারতীয় শিবিরে, চোট সারাতে লন্ডনে কেএল রাহুল

Date:

ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। ৭ মার্চ নিয়মরক্ষার শেষ ম্যাচ। ধরমশালায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট। কিন্তু ধরমশালাতেও কে এল রাহুলের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বোর্ড সূত্রের খবর, চিকিৎসা করাতে রাহুল লন্ডন উড়ে গিয়েছেন।

হায়দরাবাদ টেস্টে খেললেও, চোটের জন্য চলতি সিরিজের বাকি তিন টেস্টে খেলেননি রাহুল। রাজকোট টেস্টের আগে শোনা গিয়েছিল তিনি ৯০ শতাংশ ফিট। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি। এমনকী, রাঁচিতে আয়োজিত চতুর্থ টেস্টেও তিনি খেলতে পারেননি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পক্ষ থেকে রাহুলকে ঝুঁকি নিতে বারণ করা হয়েছে। ডান হাতের কোয়াড্রিসেপসের সমস্যায় ভুগছেন তিনি। গত বছরেই অস্ত্রোপচার হয়েছিল রাহুলের। এরপর ফিট হয়ে উঠলেও, হায়দরাবাদ টেস্ট খেলার সময় ফের অস্তস্তি বোধ করেন তিনি। কিন্তু বোর্ডের চিকিৎসকরা এর কারণ ধরতে পারছেন না।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা এই নিয়ে জানিয়েছেন, চিকিৎসকরা ভেবেছিলেন, তৃতীয় টেস্ট থেকেই রাহুল খেলতে পারবে। কিন্তু ফের অস্বস্তির কথা জানায় রাহুল। বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে কিপিং করার জন্য ওর পেশিতে প্রচুর চাপ পড়েছে। স্ক্যান করা হলেও, উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। তাই ওর স্ক্যান রিপোর্ট লন্ডনের চিকিৎসকের কাছে পাঠানো হয়েছিল। তিনি পাল্টা জানান, রাহুলকে সামনাসামনি দেখতে চান। তাই বোর্ড ওকে লন্ডনে পাঠিয়েছে। রাহুল পুরোপুরি ফিট না হয়ে ওঠায়, টেস্ট স্কোয়াডে রেখে দেওয়া হচ্ছে রজত পাতিদারকে।

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে ওড়িশা এফসি, কোচ ছাড়াই আজ পরীক্ষায় ক্লেটনদের

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version