Thursday, December 18, 2025

লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থী হবেন? এনসিবি কর্তা সমীরের মন্তব্যে জোর জল্পনা

Date:

Share post:

বলিউড বাদশাহ শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Ariyan Khan) মাদক মামলায় গ্রেফতার (Arrest) হওয়ার পর থেকেই তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। সময় যত গড়িয়েছে একের পর এক পদক্ষেপের জন্য তিনি বারবার সমালোচিত হয়েছেন। তিনি এনসিবি (NCB) আধিকারিক সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। ২০২১ সালের অক্টোবর মাসের পরই থেকেই দেশজুড়ে সমীরকে নিয়ে শুরু হয় জোর চর্চা। পরে এনসিবি কর্তার বিরুদ্ধে শাহরুখের থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। আর সেই সমীরই এবার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election)। ইতিমধ্যে সেই সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আর এমন আবহেই এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ‘গুণমুগ্ধ’ ভক্ত এনসিবি কর্তা।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সমীর ওয়াংখেড়েও আসন্ন লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছেন। সরাসরি ভোটের ময়দানে নামার কথা ঘোষণা না করলেও এনসিবি কর্তা জানিয়েছেন, “এই মুহূর্তে আমি এর উত্তর দিতে পারব না। কে জানে কাল কী হয়?” তবে এরপরই তাঁকে আরও বলতে শোনা গিয়েছে, “আমি আসলে এটা নিয়ে ভাবিনি। এই মুহূর্তে রাজস্ব বিভাগের অতিরিক্ত কমিশনার হিসেবে আমি চেন্নাইয়ে রয়েছি। যদি ভবিষ্যতে কিছু হয় আমিই তা জানাব।” পাশাপাশি সমীরের বক্তব্যে উঠে আসে, তিনি দেশসেবায় বিশ্বাসী, কিন্তু ভবিষ্যতে কী হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। সঠিক সময়ে সবকিছুর উত্তর পাবেন। এনসিবি কর্তার এমন মন্তব্য ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা।

এদিকে সাক্ষাৎকার পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ সমীর। ছত্রপতি শিবাজির সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করে বিজেপির গুডবুকে ইতিমধ্যে নাম তুলিয়েছেন তিনি। তারপর থেকেই লোকসভা নির্বাচনে এনসিবি কর্তাকে নিয়ে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...