Saturday, December 20, 2025

অশোকনগরে উপপ্রধান খুনের ঘটনায় নয়া মোড়! অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার অশোকনগরে (Ashoknagar) গুমা ১ পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস (Bijan Das) খুনের ঘটনায় এবার নয়া মোড়। শুক্রবার সকালে খুনের ঘটনায় ধৃত পলাশ শর্মার (Palash Sharma) বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। আর এমন ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই অশান্ত হয়ে উঠল গুমা (Guma)। পুলিশ সূত্রে খবর, যেখানে পঞ্চায়েত উপপ্রধান খুন হন, তার থেকে ১০০ মিটারের মধ্যেই লুকানো ছিল আগ্নেয়াস্ত্রগুলি। আর তা দিয়েই খুনের অভিযোগ তুলে পলাশের পরিবারের বাকি সদস্যদেরও গ্রেফতারের দাবিতে সরব স্থানীয়রা। এদিকে স্থানীয়রা বৃহস্পতিবারই ঘটনার অন্য আরেক এক অভিযুক্ত গৌতম দাসের (Goutam Das) বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। এদিকে শুক্রবার সকালেই গুমা স্টেশন রোডে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। এখনও বন্ধ রয়েছে এলাকার দোকানপাট। এদিন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পাল্টা তাঁদের উপর চড়াও হয় স্থানীয়রা।

উল্লেখ্য, রবিবার রাতে গুমার নিবেদিতা পল্লি এলাকার বাসিন্দা তুহিন দত্তের বাড়িতে ঘুমোচ্ছিলেন উপপ্রধান বিজন দাস। অভিযোগ, সেই সময় ঘরে ঢুকে তাঁকে খুব কাছ থেকে গুলি করেন আততায়ী। তাঁর মাথায়-পিঠে গুলি লাগে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় নাম জড়িয়েছে ওই পঞ্চায়েতেরই প্রধান ও তাঁর স্বামীর। এদিক গত সোমবার অশোকনগর থানায় বিজনের মেয়ে কোয়েনা পঞ্চায়েত প্রধান, তাঁর স্বামী-সহ ৬ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। যদিও পঞ্চায়েত প্রধান ও তাঁর পরিবার তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

spot_img

Related articles

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীঘটিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীঘটিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...