Sunday, August 24, 2025

অশোকনগরে উপপ্রধান খুনের ঘটনায় নয়া মোড়! অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

Date:

উত্তর ২৪ পরগনার অশোকনগরে (Ashoknagar) গুমা ১ পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস (Bijan Das) খুনের ঘটনায় এবার নয়া মোড়। শুক্রবার সকালে খুনের ঘটনায় ধৃত পলাশ শর্মার (Palash Sharma) বাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। আর এমন ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই অশান্ত হয়ে উঠল গুমা (Guma)। পুলিশ সূত্রে খবর, যেখানে পঞ্চায়েত উপপ্রধান খুন হন, তার থেকে ১০০ মিটারের মধ্যেই লুকানো ছিল আগ্নেয়াস্ত্রগুলি। আর তা দিয়েই খুনের অভিযোগ তুলে পলাশের পরিবারের বাকি সদস্যদেরও গ্রেফতারের দাবিতে সরব স্থানীয়রা। এদিকে স্থানীয়রা বৃহস্পতিবারই ঘটনার অন্য আরেক এক অভিযুক্ত গৌতম দাসের (Goutam Das) বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। এদিকে শুক্রবার সকালেই গুমা স্টেশন রোডে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। এখনও বন্ধ রয়েছে এলাকার দোকানপাট। এদিন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পাল্টা তাঁদের উপর চড়াও হয় স্থানীয়রা।

উল্লেখ্য, রবিবার রাতে গুমার নিবেদিতা পল্লি এলাকার বাসিন্দা তুহিন দত্তের বাড়িতে ঘুমোচ্ছিলেন উপপ্রধান বিজন দাস। অভিযোগ, সেই সময় ঘরে ঢুকে তাঁকে খুব কাছ থেকে গুলি করেন আততায়ী। তাঁর মাথায়-পিঠে গুলি লাগে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় নাম জড়িয়েছে ওই পঞ্চায়েতেরই প্রধান ও তাঁর স্বামীর। এদিক গত সোমবার অশোকনগর থানায় বিজনের মেয়ে কোয়েনা পঞ্চায়েত প্রধান, তাঁর স্বামী-সহ ৬ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। যদিও পঞ্চায়েত প্রধান ও তাঁর পরিবার তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version