Sunday, August 24, 2025

আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে ফের বৃষ্টি! সপ্তাহ শেষে কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট আলিপুরের

Date:

সকালের দিকে হালকা শিরশিরানি অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা (Temperature)। আবহাওয়া অফিস (Weather Office) সূত্রে খবর, দোল অর্থাৎ আগামী ২৫ মার্চ পর্যন্ত শীতের (Winter) আমেজ বজায় থাকবে। শুক্রবার সকালে কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এদিন হাওয়া অফিস সাফ জানিয়েছে, রবিবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।

এদিন হাওয়া অফিস আরও জানিয়েছে, ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি শনিবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে বৃষ্টি। যদিও রবিবার থেকেই সেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর। তবে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে তাপমাত্রা। তবে রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বলেও সাফ জানিয়েছে আলিপুর। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর, বর্ধমান ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে।

পাশাপাশি এদিন হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর সেকারণেই নতুন করে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস।

 

Related articles

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...
Exit mobile version